কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে দুটি মৃত মা কচ্ছপ। গতকাল শুক্রবার বিকেলে লেম্বুর চরে একটি এবং সন্ধ্যায় সৈকতের তিন মোহনায় একটি ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কচ্ছপগুলোর একটির ওজন ৩৫ কেজি, অপরটির ওজন ৩০ কেজি। এসব কচ্ছপের পেটে ডিম ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপ দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এসব কচ্ছপের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কচ্ছপ দুটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দিয়েছেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ফিশের ব্লু-গার্ডের সদস্যরা।
ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য এই নমুনা ঢাকা বন অধিদপ্তরের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সৈকতের গঙ্গামতি পয়েন্টে দুটি মৃত কচ্ছপ ভেসে আসে।