কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ২ ফুট। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি মাটি চাপা দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ‘ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে ৪ থেকে ৫ ঘণ্টা আগে এটির মৃত্যু হয়েছে।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রোমান ইমতিয়াজ তুষার জানান, ‘খবর পেয়ে আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটিকে মাটি চাপা দিয়েছে। গতকালকে একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। আজকে এল মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তিত।’
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এর আগে এ বছর সৈকতে ৮টি মৃত কচ্ছপ এবং ৫টি মৃত ডলফিন ভেসে এসেছে।