হোম > পরিবেশ

আগামী ৩ দিন কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা, জেঁকে বসবে শীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নামবে পারদ। সঙ্গে শিগগিরই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমে আসবে। তখন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে।’ 

আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক এবং সোমবার রাতের দিকে তাপমাত্রা ১–২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। 

এদিকে আজ রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, দিনদিন শীতের তীব্রতা বাড়ছে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।’ 

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দরিদ্র জনগোষ্ঠী। যদিও এরই মধ্যে জেলায় ২২ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহিরুল ইসলাম। 

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশা থাকায় দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। 

তবে চলতি সপ্তাহে দেশের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনাজপুরে তা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শীত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি।

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

সেকশন