এএফপি, মানাউস
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চল ধ্বংসের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিজ্ঞানীরা। তাঁদের মতে, এর প্রত্যক্ষ প্রভাবে পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই বনাঞ্চলটির স্বাভাবিক অবস্থা বজায় রাখতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তাঁরা।
ব্রাজিলের মানাউসে একটি প্রকল্পের অধীনে আমাজনের গভীর বনাঞ্চলের ১০টি গাছে বেঁধে দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ছোট বাক্স। ‘কুরুপিরাস’ নামের এসব বুদ্ধিমান বাক্সে অডিও সেন্সর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক থিয়াগো আলমেদা বলেন, স্থানীয় লোককথার বন্য প্রাণী কুরুপিরাসের নামে বাক্সগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, বনের শিকারি ও চোরাকারবারিদের শিকার করে থাকে কুরুপিরাস।
থিয়াগো আরও বলেন, কুরুপিরাস প্রাণীটির মতোই বনাঞ্চল নিধনকারী, চোরাকারবারি কিংবা শিকারিদের দমন করতে ব্যবহার করা হবে বুদ্ধিমান এই বাক্সগুলো। এতে ব্যবহৃত সেন্সর ও সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বনের জন্য ক্ষতিকর শব্দগুলো (যেমন করাত ও ট্রাক্টরের শব্দ) আলাদা করে চিনতে পারে।
একবার হুমকির বিষয়টি শনাক্ত হয়ে গেলেই তাৎক্ষণিকভাবে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম এসব বাক্স। এরপর হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি পাঠানো যাবে। আমাজনাস স্টেট ইউনিভার্সিটির গবেষক রাইমুন্ডো ক্লাউডিও গোমস বলেন, মানাউস প্রকল্প তুলনামূলকভাবে সস্তা; কারণ, এতে তথ্য স্থানান্তরের জন্য বড় অ্যানটেনার প্রয়োজন হয় না।
প্রকল্পটির প্রাথমিক ধাপ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এবার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।