হোম > পরিবেশ

পৃথিবীতে স্বাস্থ্যকর বাতাস আছে মাত্র ৭টি দেশের

অনলাইন ডেস্ক

সারা বিশ্বেই বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই দূষণ সবচেয়ে বেশি। আরও সংক্ষেপ করে বললে, ২০২৩ সালে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি বায়ু দূষিত দেশ। তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারতের নাম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। এই সংস্থাটি সারা বিশ্বের ৩০ হাজারের বেশি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে। 

আজ মঙ্গলবার আইকিউএয়ার-এর ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বে মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান ধরে রাখতে সক্ষম হয়েছে। এই দেশগুলো হলো—ফিনল্যান্ড, এস্তোনিয়া, পুয়ের্তোরিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মরিশাস ও আইসল্যান্ড। অর্থাৎ এই দেশগুলোর বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা ক্ষতিকর ‘পিএম-২.৫’ কণা ছিল নির্ধারিত সীমার চেয়ে কম। 

পিএম-২.৫ কণা মানুষের চুলের প্রস্থের চেয়ে ছোট। ফলে বাতাসে ভাসমান এসব কণা সহজেই ফুসফুস এবং রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে। এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা—যেমন হাঁপানি, হৃদ্‌রোগ এবং শ্বাসযন্ত্রের নানা অসুস্থতা হতে পারে। 

এ বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশই পিএম-২.৫ মান পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তবে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, বর্তমানে বৈশ্বিক বায়ুর মান বিগত শতাব্দীর তুলনায় অনেক কিছুটা পরিচ্ছন্ন আছে। তবে দূষণের মাত্রা এখন বিশেষভাবে বিপজ্জনক। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মতো সবচেয়ে দূষিত দেশগুলোতে পিএম-২.৫ এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। 

সাম্প্রতিক চিত্রে দেখা গেছে—ধনী ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোতেও বায়ু দূষণ কমানোর অগ্রগতি হুমকির মুখে পড়েছে। এ ক্ষেত্রে কানাডার কথা বলা যায়—যে দেশটিকে এত কাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। গত বছর সেই কানাডায়ও মারাত্মক বায়ুদূষণ দেখা গেছে। দেশটিতে সংঘটিত রেকর্ড দাবানলকে এর জন্য দায়ী করা হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ যুক্তরাষ্ট্রেও। 

প্রতিবেদনে বলা হয়েছে, বায় দূষণের কারণে প্রতি বছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এই সংখ্যাটি সম্মিলিতভাবে এইডস এবং ম্যালেরিয়ার চেয়েও বেশি।

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

বায়ুদূষণ রোধে অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

দাবানলের জন্য জলবায়ু পরিবর্তন কতটা দায়ী

সেকশন