ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের খবর সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ভারতের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েন করা হয়েছে দাবিতে ভারতীয় একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এর ওয়েবসাইটে গতকাল (৬ ডিসেম্বর) একটি সংবাদ প্রকাশ করে জানায়, ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তে বাংলাদেশ তুরস্কের তৈরি ‘বায়ারাক্টার টিবি২’ (Bayraktar TB2) নামক ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোনগুলি বাংলাদেশের ৬৭তম সেনা-গোয়েন্দা কর্তৃক তথ্য, নজরদারি এবং পুনরুদ্ধার মিশনের জন্য পরিচালনা করা হয় বলেও উল্লেখ করা হয়।
পরবর্তীতে ইন্ডিয়া টুডে ভারতীয় সীমান্তে বাংলাদেশ ‘বায়ারাক্টার টিবি২’ (Bayraktar TB2) ড্রোন মোতায়েন করেছে দাবি করে আজ (৭ ডিসেম্বর) আরও একটি সংবাদ প্রকাশ করে।
এছাড়া ভারতীয় আরও কিছু গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া, স্বরাজ্য, নিউজ ৯ একই তথ্যে সংবাদ প্রতিবেদনপ্রকাশ করেছে।
বাংলাদেশ কি সত্যিই ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি ‘বায়ারাক্টার টিবি২’ ড্রোন মোতায়েন করেছে?
এই বিষয়ে সত্যতা যাচাই করতে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ কি-ওয়ার্ড সার্চের সাহায্য নেয়। তবে একাধিক সার্চেও বাংলাদেশ ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি ‘বায়ারাক্টার টিবি২’ মোতায়েন করার বিষয়ে বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হতে দেখা যায়নি।
তবে এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আজ (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে একটি পোস্ট পাওয়া যায়।
পোস্টে ‘ইন্ডিয়া টুডে’ এ প্রকাশিত প্রতিবেদনের একটি স্ক্রিনশট প্রকাশ করে সংবাদটিকে মিথ্যা হিসেবে উল্লেখ করে ক্যাপশনে জানান, এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বাংলাদেশ রুটিন কার্যক্রম বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।’
এছাড়া, এই পোস্টে ‘ইন্ডিয়া টুডে’র সংবাদটিকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়।
সুতরাং এটি নিশ্চিত যে, বাংলাদেশ ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি ‘বায়ারাক্টার টিবি২’ ড্রোন মোতায়েনের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।