হোম > ফ্যাক্টচেক

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই জখম গণপিটুনিতে নয়, ছাত্রলীগের হামলায়

ফ্যাক্টচেক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ২৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে আসিফ মাহমুদের ডান চোখের নিচ থেকে রক্ত ঝড়তে দেখা যাচ্ছে এবং তাঁকে ঘিরে রেখে কিছু তরুণ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন পোস্ট করে লেখেন, ‘ছেলেটা কে? ভালো করে দেখেন, চিনে যাবেন। ২০১৯ সালে আজকের দিনে মানে ১৯ সেপ্টেম্বর ঢাবিতে তানজিন আসিমা নামের একটি মেয়েকে উত্ত্যক্ত করবার জন্য ক্যাম্পাসে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের হাতে গণপিটুনি খায় সে। আজ সেই গণপিটুনির ৫ বছর পূর্ণ হলো। এই ছেলেকে চিনেন আপনারা।’

পলেনের পোস্টটি আজ শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত ৬৬ হাজার বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে হাজারের বেশি।

আসিফ মাহমুদের নামে প্রচারিত ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে নিউজ পোর্টাল বার্তা ২৪–র ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ওই দিন দুর্নীতি ও ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ ঘেরাওকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাত্রীসহ দুই আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। ভিডিওটির ১ মিনিট ৩২ সেকেন্ড সময়কালে আসিফ মাহমুদের সাম্প্রতিক ভাইরাল ফুটেজটি রয়েছে।

বাংলা দৈনিক প্রথম আলোর ইংরেজি সংস্করণে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আসিফ মাহমুদের একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও ছাত্রলীগের নেতাদের বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে অবৈধভাবে ভর্তি করানোর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাবির ব্যবসা অনুষদের ডিনের অফিস ঘেরাও করলে হামলার শিকার হন। এই হামলায় আহত দুই শিক্ষার্থীর একজন হলেন আসিফ মাহমুদ। হামলার শিকার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সান্ধ্যকালীন কোর্সে ৩৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে অবৈধভাবে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ করছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ মার্চ ২৮ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ও ব্যবসা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে অবৈধভাবে ছাত্রলীগের নেতাদের ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

সেকশন