ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতি মাসের শুরু থেকেই উত্তাল দেশ। এ আন্দোলনকে ঘিরে ঘটেছে সহিংসতা, ঝরেছে প্রাণ। আহতদের খোঁজখবর নিতে গতকাল শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই পরিদর্শনের কিছু ছবি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জুলাই (শুক্রবার) বিকেলে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন।’
এই পোস্টের স্ক্রিনশটের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের পেজে পোস্ট করা প্রধানমন্ত্রীর ছবিগুলো ২০২১ সালের। তখনকার ছবিগুলোই গতকালের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে। পলকের ফেসবুক পেজের স্ক্রিনশটটিতেও ২০২১ সালের ২ জুলাই তারিখ হিসেবে দেখা যাচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢামেক পরিদর্শনের ছবিগুলো পোস্ট করার পর হুবহু একই ক্যাপশনে নিজের পেজে একই সংখ্যক ছবি পোস্ট করেন জুনাইদ আহমেদ পলক। অপরদিকে জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজের যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেটি লক্ষ্য করলে দেখা যায়, সেখানে কোনো ক্যাপশন নেই। স্ক্রিনশটটিতে প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শনের পাঁচটি ছবির সঙ্গে আরও ১২ হাজার ৯৭৭টি ছবির সংখ্যা দেখা যাচ্ছে।
জুনাইদ আহমেদ পলক গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর ঢামেক পরিদর্শনের যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো এই অ্যালবামে যুক্ত হওয়ায় ছবিগুলো শুরুতেই দেখা যাচ্ছে এবং এর সঙ্গে আরও ১২ হাজার ৯৭৭টি ছবির সংখ্যা দেখা যাওয়ার অর্থ হচ্ছে, অ্যালবামটিতে এখন পর্যন্ত এতসংখ্যক ছবি যুক্ত করা হয়েছে।