ফ্যাক্টচেক ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে দেশজুড়ে শুরু হয় ছাত্র আন্দোলন। একপর্যায়ে এ আন্দোলন রূপ নেয় ছাত্র–জনতার গণ অভ্যুত্থানে। অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। বর্তমানে সেখানেই আছেন তিনি। সম্প্রতি ‘তাঁকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগ রাজপথে নেমেছে’ দাবিতে ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নারীদের একটি মিছিল সড়ক প্রদক্ষিণ করছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার এক নারী উপস্থাপককে বলতে শোনা যায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশে পথে নেমেছে আওয়ামী সমর্থকেরা।
‘জয় বাংলা পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় পোস্ট করা হয়। পোস্টটি আজ শনিবার রাত ৮টা পর্যন্ত সাড়ে ৪ হাজারের বেশি শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ২১ হাজারের বেশি এবং দেখা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার বার।
ভিডিওটি কি সাম্প্রতিক সময়ের?
ভাইরাল ভিডিওটিতে জাতীয় দৈনিক সমকালের লোগো দেখা যায়। ভিডিওটির স্থান উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ। এ দুই তথ্যের সূত্রে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে সমকালের ইউটিউব চ্যানেলে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ১৫ নভেম্বর চ্যানেলটিতে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘তপশিল ঘোষণার পর ময়মনসিংহে আওয়ামী লীগের আনন্দ মিছিল’।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের রাজপথে নামার দাবিতে ভাইরাল মিছিলটি এই ঘটনারই। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার নারী উপস্থাপকের ধারাবর্ণনা আলাদাভাবে যুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে। এসব বিক্ষোভ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে রিপাবলিক বাংলা।
ভিডিওটি পুরোনো ও সম্পাদিত হলেও অনেক ফেসবুক ব্যবহারকারী এটিকে সাম্প্রতিক সময়ের ভিডিও ভেবে মন্তব্য করেছেন।
‘জয় বাংলা পেইজ’–এর ভিডিওটিতে আড়াই হাজারের বেশি কমেন্ট পড়েছে। এসব কমেন্টের একটিতে শান্ত মৃধা নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘ময়মনসিংহ জেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী সাহস আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ রানা মিনা চাপ্তা নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, ‘ধন্যবাদ ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মীদের।’ নাসির আহমেদ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এভাবে প্রত্যেক জায়গা হবে ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক শেখ হাসিনা।’