হোম > ফ্যাক্টচেক

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আল জাজিরার নামে ভাইরাল ভিডিওটি ‘এডিটেড’

ফ্যাক্টচেক  ডেস্ক

ছবি: সংগৃহীত

গত সপ্তাহের রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ১ নম্বর গ্যালারিতে হঠাৎ লাঠি হাতে প্রবেশ করেন এক যুবক। তাঁর পরনে ছিল হাফহাতা সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। মাথায় ছিল কালো কাপড়ে বাঁধা। এসেই তিনি গান গেয়ে হট্টগোল শুরু করেন এবং লাঠি হাতে জোরে জোরে মাটিতে আঘাত করতে থাকেন। এ সময় গ্যালারিতে থাকা ছাত্র–ছাত্রীরা ভয়ে বেরিয়ে যান। এই সময়ের ধারণকৃত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে একাধিক ফেসবুক পেজ এবং ব্যক্তিগত আইডি থেকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা মেডিকেল কলেজে ঢুকে হুমকি প্রদান করছে। যদিও মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা বলেছেন, এ ভিডিওর সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। স্বার্থান্বেষী মহল ভিডিওটি ঘিরে জলঘোলা করার অপচেষ্টা করছে। তারা এ অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক আছেন।

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আল জাজিরার কথিত প্রতিবেদনের ভিডিও। ছবি: এক্স

সম্প্রতি এ ভিডিও পুনরায় শেয়ার করে দাবি করা হচ্ছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ভিডিওটি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আল জাজিরার লোগোযুক্ত ৩৪ সেকেন্ডের ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী হিজবুত তাহরীরের এক সদস্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। ৫ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস জঙ্গিগোষ্ঠীর হাত ধরে ক্ষমতায় আসেন এরপর তিনি কারাগার থেকে দেশের সব জঙ্গিদের মুক্তি দিয়ে দেন। এরপর থেকেই বাংলাদেশ কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ...

আল জাজিরা কি এমন কোনো প্রতিবেদন করেছে? দাবিটির সত্যতা যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

দাবিটির সত্যতা যাচাইয়ে আল–জাজিরার ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে সবশেষ প্রতিবেদন পাওয়া যায় গত ৩১ অক্টোবর। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা একটি মতামত কলাম। এটিসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনার দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সংবাদমাধ্যমটি বাংলাদেশ নিয়ে তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে বাকি দুটি প্রতিবেদনের একটি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ নিয়ে, আরেকটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে।

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আল জাজিরা সম্প্রতি কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ছবি: আল জাজিরা

বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমেও আল জাজিরার বরাত দিয়ে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এসব অনুসন্ধানের ভিত্তিতে এটি নিশ্চিত, আল–জাজিরা এমন কোনো খবর প্রকাশ করেনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইরাল ভিডিওটির ওপর আল–জাজিরার লোগো, ইংরেজি ভয়েস ও সাবটাইটেল যুক্ত করে আল জাজিরার নামে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

ভাইরাল এ যুবকের পরিচয় নিয়ে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ যুবক সম্পর্কে আজকের পত্রিকাকে জানান, ওই যুবকের নাম জুবায়ের এলাহী। পরিবার দাবি, তিনি মানসিক রোগী। সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

জুবায়ের এলাহীর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে। তিনি একজন মানসিক রোগী। ২০১৫ সাল থেকে তাঁকে সুস্থ করার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছে। তবে প্রত্যাশিত ফল আসেনি। গত রোববার রাজধানীর ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হঠাৎ করেই তিনি এমন কাণ্ড ঘটান।

পরিবারের সদস্যরা বলছেন, এর আগেও ৮–১০ বার পাগলামির কাণ্ড ঘটিয়েছেন তিনি। ১৩ বছর বয়সে হঠাৎ পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে বলা হয়, জুবায়ের একজন মানসিক রোগী। দীর্ঘ ৯ বছর যাবৎ জুবায়েরের চিকিৎসা চলছে, কিন্তু তিনি সুস্থ হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

সেকশন