ফ্যাক্টচেক ডেস্ক
ত্রাণ সহায়তার বিনিময়ে বাংলাদেশি এক মুসলিম হিন্দু ধর্মাবলম্বী শিশুর গলা থেকে তুলসি মালা খুলে নিয়েছে— এমন দাবিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাঞ্জাবি–টুপি পরিহিত এক ব্যক্তি শিশুর গলা থেকে কিছু ছিঁড়ে নিচ্ছেন। ভিডিওটি বাংলা ভাষার পাশাপাশি এক্সে (সাবেক টুইটার) ভারত থেকে পরিচালিত একাধিক হ্যান্ডল থেকেও হিন্দিতে এই দাবিতে প্রচার করা হচ্ছে।
মি. সিনহা নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি গত ৩০ আগস্ট টুইট করা হয়। ভিডিওটি আজ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আড়াই লাখ বার দেখা হয়েছে। রিটুইট করা হয়েছে ১৫ হাজার বার। এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যম অপ ইন্ডিয়াও গত ৩০ আগস্ট একই দাবিতে ভিডিওটি নিয়ে সংবাদ প্রকাশ করে।
ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টার’ নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। এটি চাঁদপুরের কচুয়ায় অবস্থিত একটি মাদ্রাসা। গত ২৭ আগস্ট পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। এটি ৩ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিওর খণ্ডিত অংশ। প্রতিষ্ঠানটি গত ২৭ আগস্ট নোয়াখালীর বন্যার্তদের মধ্যে দুই শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ভিডিওটি এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় ধারণ করা। ভিডিওটির ২৬ সেকেন্ডে ভাইরাল খণ্ডিত অংশটি রয়েছে।
পেজটি ঘুরে গত সোমবার (২ সেপ্টেম্বর) আরও একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ভাইরাল শিশুটিকে নিয়ে। ভিডিওটিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি ভাইরাল হওয়া ছেলেটির মুখে শুনুন সে হিন্দু নাকি মুসলিম। গুজবকে সবাই প্রতিহত করুন।’ ভিডিওটিতে ছেলেটিকে বলতে শোনা যায়, তার নাম সোহেল, বাবার নাম আব্দুল হক ও মায়ের নাম রোজিনা। সে স্থানীয় দারুন নাজাত মদিনাতুল উলুম মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। ভিডিওটিতে শিশুটি কোরআন তিলাওয়াত ও কালেমা পড়ে শোনায়।
ভাইরাল ভিডিওটিতে যাকে তাবিজ কাটতে দেখা যাচ্ছে, তিনি জামিয়া দারুত তাওহীদের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়াজী। ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজ তাঁর বরাত দিয়ে জানায়, ভিডিওটি নোয়াখালীর কবির হাটের চর আলগী থেকে ধারণ করা। তাঁর গলা থেকে তাবিজ কাটা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের তুলসি মালা নয়।
আরও পড়ুন–