কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন: