হোম > ফ্যাক্টচেক

টিকটক করছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, ভাইরাল ভিডিওটি ডিপফেক

ফ্যাক্টচেক ডেস্ক

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে ল্যাম্পপোস্টের আলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলা গানের তালে নাচছেন। এক যুবক ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করছেন। ‘প্রেমে পড়ে যাই’ শিরোনামের একটি গান ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। গত শনিবার (৬ জুলাই) ‘সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের প্রায় ৪ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। গ্রুপটিতে ‘চোরের মার বড় গলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। একই দাবিতে গত ২১ মে ‘বাংলা নিউজ পয়েন্ট’ নামের আরেকটি পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৬ হাজার শেয়ার হয়েছে, দেখা হয়েছে ৪১ লাখ বার। 

ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের গত ৩০ এপ্রিল ‘প্রনমী নাফি’ নামের একটি ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। 

ভিডিওটিতে নৃত্যরত নারীটির সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই দৃশ্যমান নারীটিকে একই পোশাক পরিহিত দেখা যাচ্ছে। ভিডিও দুটি ধারণের স্থানও একই এবং একই ব্যক্তিকে ক্যামেরা হাতে দেখা যায়। কিন্তু টিকটকের ভিডিওটিতে রুমিন ফারহানার উপস্থিতি দেখা যায়নি। ভিডিওটি সম্পর্কে আরও নিশ্চিত হতে একই নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটি থেকে প্রনমী নাফির পরিচয় পাওয়া যায়। অ্যাকাউন্টধারীর পরিচয়ে ‘পাবলিক ফিগার’ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে। এই অ্যাকাউন্টে ভিডিওটি গত ১ মে পোস্ট করা হয়। ভিডিওটির কমেন্টবক্সে প্রনমী নাফি লিখেছেন, ‘কে কে দেখেছেন আমার কভার করা গানটা?’ 

অর্থাৎ, রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে ভাইরাল ভিডিওটির মডেল মূলত প্রনমী নাফি নামে এক সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাঁর মুখে রুমিন ফারহানার মুখাবয়ব বসিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, ‘বাংলা নিউজ পয়েন্ট’ নামের পেজটিতে রুমিন ফারহানার আরও একটি ডিপফেক ভিডিও পাওয়া যায়। গত ২৯ এপ্রিল ‘তারেক রহমানের সঙ্গে ভিডিও কল শেষে রুমিন ফারহানার উল্লাস’ ক্যাপশনে পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচের একটি ভিডিও সম্পাদনা করে ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন