ফ্যাক্টচেক ডেস্ক
রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে ল্যাম্পপোস্টের আলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলা গানের তালে নাচছেন। এক যুবক ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করছেন। ‘প্রেমে পড়ে যাই’ শিরোনামের একটি গান ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। গত শনিবার (৬ জুলাই) ‘সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের প্রায় ৪ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। গ্রুপটিতে ‘চোরের মার বড় গলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। একই দাবিতে গত ২১ মে ‘বাংলা নিউজ পয়েন্ট’ নামের আরেকটি পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৬ হাজার শেয়ার হয়েছে, দেখা হয়েছে ৪১ লাখ বার।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের গত ৩০ এপ্রিল ‘প্রনমী নাফি’ নামের একটি ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে নৃত্যরত নারীটির সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই দৃশ্যমান নারীটিকে একই পোশাক পরিহিত দেখা যাচ্ছে। ভিডিও দুটি ধারণের স্থানও একই এবং একই ব্যক্তিকে ক্যামেরা হাতে দেখা যায়। কিন্তু টিকটকের ভিডিওটিতে রুমিন ফারহানার উপস্থিতি দেখা যায়নি।
অর্থাৎ, রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে ভাইরাল ভিডিওটির মডেল মূলত প্রনমী নাফি নামে এক সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাঁর মুখে রুমিন ফারহানার মুখাবয়ব বসিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে।