হোম > ফ্যাক্টচেক

আপাদমস্তক বোরকা আবৃত নারীদের ভাইরাল ছবি নিয়ে তসলিমা নাসরিনের দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক

একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে মঞ্চে বসা এবং সামনে পাতা চেয়ারগুলোতে বসা সবাই কালো বোরকায় আবৃত। মাঝখানে এক যুবক ক্যামেরা হাতে সেই সংবাদ সম্মেলনের ফুটেজ নিচ্ছেন। এমন একটি ছবি ভারতে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি ছবিটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করেন। তাঁর টুইটটি বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ হাজার রিটুইট হয়েছে; দেখা হয়েছে ২ লাখ ৬০ হাজার বার, রিয়েকশন পড়েছে সাড়ে ৮ হাজারের কাছাকাছি। 

তসলিমা নাসরিন ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েরই বলে দাবি করলেও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি যেই ঘটনার সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।

ছবিটি নিয়ে আজকের পত্রিকাতেই ২০২২ সালের ২১ মার্চ ‘ছবি ছাড়া এনআইডি পাওয়ার দাবিতে রাজারবাগের নারী মুরিদদের সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ অনুযায়ী, সংবাদ সম্মেলনটি আয়োজন করেন রাজধানীর রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান নামে একটি সংগঠন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মহিলা আনজুমান সরকার ও প্রশাসনের প্রতি পর্দানশিন নারীদের পর্দার সঙ্গে রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার প্রাপ্তির ব্যবস্থা করা ও পর্দানশিন নারীদের পরিচয় শনাক্তে পর্দার বিধান রক্ষা করে আধুনিক ও আইনসম্মত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের কার্যক্রম চালু করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা সরকারি অফিসে পর্দানশিন নারীদের সুবিধার্থে নারী কর্মকর্তা–কর্মচারী রাখারও দাবি জানান। 

মহিলা আনজুমানের এই সংবাদ সম্মেলন নিয়ে আজকের পত্রিকা ছাড়াও ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলাসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন