ফ্যাক্টচেক ডেস্ক
একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে মঞ্চে বসা এবং সামনে পাতা চেয়ারগুলোতে বসা সবাই কালো বোরকায় আবৃত। মাঝখানে এক যুবক ক্যামেরা হাতে সেই সংবাদ সম্মেলনের ফুটেজ নিচ্ছেন। এমন একটি ছবি ভারতে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি ছবিটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করেন। তাঁর টুইটটি বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ হাজার রিটুইট হয়েছে; দেখা হয়েছে ২ লাখ ৬০ হাজার বার, রিয়েকশন পড়েছে সাড়ে ৮ হাজারের কাছাকাছি।
তসলিমা নাসরিন ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েরই বলে দাবি করলেও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি যেই ঘটনার সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।
ছবিটি নিয়ে আজকের পত্রিকাতেই ২০২২ সালের ২১ মার্চ ‘ছবি ছাড়া এনআইডি পাওয়ার দাবিতে রাজারবাগের নারী মুরিদদের সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ অনুযায়ী, সংবাদ সম্মেলনটি আয়োজন করেন রাজধানীর রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান নামে একটি সংগঠন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।