ফ্যাক্টচেক ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধের একটি দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছর স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় ‘সরকারি কর্মচারী সংবাদ’ নামের একটি পেজ থেকে উপবৃত্তি স্থগিতের দাবিটি পোস্ট করা হয়। পোস্টটি আজ রোববার দুপুর ২টা পর্যন্ত শেয়ার হয়েছে ১ হাজার ৭০০, রিয়েকশন পড়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে খুঁজেও প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দুই বছরের জন্য স্থগিত ঘোষণা সম্পর্কে কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
পরে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগমের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি দাবিটি সম্পর্কে বলেন, ‘আমরা বন্ধ করিনি। এটি গুজব। বরং আমরা উপবৃত্তির টাকা বাড়াচ্ছি এবং একই সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়াচ্ছি।’