হোম > ফ্যাক্টচেক

মদের গ্লাস হাতে রোলার কোস্টারে পুতিন–কিমের ছবি ভাইরাল, তুলল কে

ফ্যাক্টচেক ডেস্ক

প্রায় দুই যুগ পর গত ১৯ জুন উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে লাল গালিচা দিয়ে স্বাগত জানান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, পুতিন উত্তর কোরিয়ায় ৯ ঘণ্টা অবস্থান করেছিলেন। 

এই সফরকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিম জং উনের সঙ্গে পুতিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এসব ছবির কোনো কোনোটিতে দেখা যাচ্ছে, সুন্দরী তরুণীদের ভিড়ে মদের গ্লাস হাতে পোজ দিচ্ছেন পুতিন ও কিম। আরেকটি ছবিতে দেখা যায়, রোলার কোস্টারের রাইড উপভোগ করছেন তাঁরা। খালি গায়ে উন্মুক্ত স্থানে পুতিনের সঙ্গে মুষ্টিযুদ্ধে অবতীর্ণ হয়েছেন উন এমন আরেকটি ছবিও আছে ভাইরালের তালিকায়।গত ২৯ জুন ‘মুহাম্মদ মুরাদ হোসাইন’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সুন্দরী তরুণীদের ভিড়ে মদের গ্লাস হাতে পুতিন ও কিমের ছবিটি পোস্ট করা হয়। ছবিটি আজ রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৭০০ এর বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ২৬ হাজার। 

ভাইরাল এ ছবিগুলো রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘ইনসাইডার পেপার’ নামের একটি ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২৮ জুন একটি টুইট পাওয়া যায়। টুইটটিতে ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হয়।পরবর্তী অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সিউল ডটকমে আজ রোববার (৭ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ভাইরাল ছবিগুলোর দুটি রয়েছে। ছবি দুটি হলো- পুতিন ও কিমের রোলার কোস্টারের রাইড উপভোগ এবং সুন্দরী তরুণীদের ভিড়ে মদের গ্লাস হাতে পুতিন ও কিমের উদ্‌যাপন। ছবিগুলো সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, ছবিগুলো বাস্তব নয়, নেটিজেনরা এআই দিয়ে তৈরি করেছেন। 

এসব দাবির পরিপ্রেক্ষিতে ভাইরাল ছবিগুলো পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পর্যবেক্ষণে ছবিগুলোতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। এসব অসংগতির মধ্যে আছে, তাঁরা যে রোলার কোস্টারে উঠেছিলেন বলে দাবি করা হয়েছিল, সেটিতে কাঠামোগত ত্রুটি। পুতিন ও কিম ছাড়া ছবিতে থাকা অন্য মানুষগুলোর দৈহিক গঠনে অস্বাভাবিকতা যেমন, তাদের চোখ ও দৃষ্টির অবস্থান, হাতের আঙুলের অস্বাভাবিক আকার ইত্যাদি। পরে এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা হয়। এসব ওয়েবসাইটের ফলাফলেও ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে প্রতীয়মান হয়। 

এসব বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরকালের ছবি দাবিতে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

সেকশন