ফ্যাক্টচেক ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহের বিপক্ষে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর সংসদীয় বৈঠকে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে দিল্লি যান এই অভিনেত্রী। দিল্লির ফ্লাইট ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে এক নারী কনস্টেবলের চড় খান। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময়ে হঠাৎ তাঁকে চড় দিয়ে বসেন নিরাপত্তারক্ষী কুলবিন্দর কাউর। এ নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই এক্সসহ (সাবেক টুইটার) সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রনৌতের গালে চড়ের দাগ দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, এক নারীর গালে হাতের পাঁচ আঙুলের ছাপ লাল হয়ে রয়েছে।
ছবিটি পোস্ট করে আজ শুক্রবার (৭ জুন) হাবিবুর রহমান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছন্দ মিলিয়ে লেখা হয়েছে, ‘কঙ্গনার সফেদ গাল। থাপ্পড় মেরে করল লাল।’ গৌরব ব্যানার্জি নামে আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘পাঁচে পঞ্চবাণ। পাঁচে পঞ্চ নদী। পাঁচে পাণ্ডব। পাঁচে কঙ্গনার গাল, দিল খুশ হো গ্যায়া’।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রনৌতের গাল দাবিতে ভাইরাল ছবিটি মশা তাড়ানোর স্প্রের বিজ্ঞাপনের একজন মডেলের।
বিমানবন্দরে চড়-কাণ্ডের পর দিল্লি পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় ঘটনার বর্ণনা দেন কঙ্গনা রনৌত। ৫১ সেকেন্ডের ভিডিওটিতে কঙ্গনা রনৌতের দুই গাল পর্যবেক্ষণ করে ভাইরাল ছবিটির মতো লাল দাগ দেখা যায়নি।
প্রসঙ্গত, কঙ্গনা রনৌতকে চড়ের ঘটনায় নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কাউরকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ৃন: