ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত সোমবার (৫ আগস্ট)। এরপর থেকে দেশে কার্যত ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। দেশের প্রায় সবগুলো থানায় কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার সুযোগে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের ওপর হামলাসহ মন্দির–বসতবাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।
এসব ঘটনার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্সে (সাবেক টুইটার) ছড়িয়েছে বিভিন্ন ভুল তথ্য সংবলিত দাবি, অপ্রাসঙ্গিক ভিডিও। সামাজিক মাধ্যম এক্সে এ জাতীয় পোস্টদাতাদের অনেকেরই অবস্থান ভারত বলে জানা গেছে।
এক্সে এসব পোস্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন হ্যাশট্যাগ যেমন: #HindusUnderAttack, #HindusUnderAttackInBangladesh, #BangladeshHindus ইত্যাদি ব্যবহার করতে দেখা যায়।
এমন কিছু দাবি ফ্যাক্টচেক করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার ভিডিওকে নিপীড়িত হিন্দু নারী দাবিতে প্রচার
বিক্রম প্রতাপ সিং নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল সোমবার (১২ আগস্ট) আজমেরী হক বাঁধনের বক্তব্যের ১৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হয়, ‘এটি একজন হিন্দু নারীর আর্তনাদ। হিন্দুরা বাংলাদেশে আতঙ্কে আছে। তাঁদের সামনে দুটি পথ খোলা। হয় বাংলাদেশ ছাড়ো নয়তো ধর্মান্তরিত হও।’
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। এ সমাবেশে অংশ নেন অভিনেতা মোশাররফ করিম, সিয়াম আহমেদ, জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, নির্মাতা অমিতাভ রেজাসহ অনেক শোবিজ তারকা। এতে অংশ নেন অভিনেত্রী আজমেরি হক বাঁধনও। সেখানে বক্তব্য দেওয়ার ফুটেজ ব্যবহার করে বাঁধনকে হিন্দু নারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে এক্সে।
মাজারে অগ্নিসংযোগের ভিডিওকে ঠাকুরগাঁওয়ে মন্দিরে আগুন দেওয়া এবং প্রতিমা ভাঙচুরের দাবিতে প্রচার
‘বাবা বানারস (Baba Banaras)’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ১০ আগস্ট ৩০ সেকেন্ডের একটি টুইট করে দাবি করা হয়, ঠাকুরগাঁওয়ে হিন্দু মন্দিরে আগুন দিয়েছে মুসলিমরা। এ সময় প্রতিমা ভাঙচুর ও পূজারিকে হত্যা করা হয়। টুইটটিতে আরও দাবি করা হয়, গত কদিনে বাংলাদেশে ২ হাজার হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে, কয়েক শ হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে। অনেক হিন্দু মন্দির ও হিন্দুদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মাজারটি যশোরের বকুলতলায় অবস্থিত।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেওয়া এক বিবৃতিতে জানায়, গত ৪ আগস্ট বিকেল থেকে সংগঠনটি অন্তত ৫টি জেলায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হামলা ও হুমকির নানান ঘটনার সংবাদ জানতে পারে। এর পরদিন ৫ আগস্ট থেকে তা তীব্রতর হয়।
সংগঠনটির সূত্র ও সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০ টিরও অধিক জেলায় সাম্প্রদায়িক অপশক্তির মূল লক্ষ্য ছিল সংখ্যালঘুদের বাড়িঘর, বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়। এসবে হামলা হয়েছে, ব্যাপক লুটপাট হয়েছে, কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, জমিজমা দখল করা হয়েছে, নারীদের নির্যাতন করা হয়েছে এবং হত্যার ঘটনাও ঘটেছে। চাঁদাবাজি, দেশ ছাড়ার হুমকি, জমি দখল ও দখলের চক্রান্ত আজও অব্যাহত আছে।
বিজ্ঞপ্তিটিতে হত্যাকাণ্ডের শিকার হওয়া হিন্দুদের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। পাশাপাশি কোনো নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন তথ্যও নেই।
হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের অবসর নিতে বাধ্য করা হচ্ছে!
‘মেলাউন’ নামের একটি এক্স অ্যাকাউন্টে আজ মঙ্গলবার ৫২ সেকেন্ডের একটি ভিডিও টুইট করে দাবি করা হয়, হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের অবসর নিতে বাধ্য করা হচ্ছে। ভিডিওটিতে দুজন নারীকে পদত্যাগ করতে দেখা যাচ্ছে। কি ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ভিডিও দুটি পাওয়া যায়। এর মধ্যে প্রথম ভিডিওটি ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমেনা বেগমের পদত্যাগের।
দ্বিতীয়টি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ফারহানা খানমের পদত্যাগের। দুজনের নাম দেখেই নিশ্চিত হওয়া যাচ্ছে, তাঁরা ইসলাম ধর্মাবলম্বী।
হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী
অশ্বিনী উপাধ্যায় (Ashwini Upadhyay) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও টুইট করে দাবি করা হয়, ‘কোনো কোনো মুসলিম বলছেন বাংলাদেশে হিন্দুরা নাকি নিরাপদ! দেখুন তাঁরা কতটা নিরাপদ! দেশটির সেনাবাহিনীই হিন্দু মারছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলাম ধর্মাবলম্বী ছাত্রলীগ নেত্রীকে হেনস্তার ভিডিওকে হিন্দু নির্যাতনের দাবিতে প্রচার
‘অশ্বিনী শ্রীবাস্তব (Ashwini Shrivastava) ’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ৯ আগস্ট ৪১ সেকেন্ডের একটি ভিডিও টুইট করে দাবি করা হয়, বাংলাদেশে নির্যাতনের শিকার এক হিন্দু নারী। তাঁকে ইসলাম গ্রহণের জন্য নির্যাতন করা হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে হেনস্তার শিকার তরুণী বোরকা পড়ে আছেন। পরে ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। ইউটিউব ও ফেসবুকে এ ঘটনার একাধিক ভিডিও পাওয়া যায়।