হোম > ফ্যাক্টচেক > দেশ

গান বাজিয়ে যুবককে মারধরের ভাইরাল ভিডিওটি ২০২২ সালের

ফ্যাক্টচেক  ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গান বাজিয়ে যুবককে মারধরের ভিডিও দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গান বাজিয়ে যুবককে মারধর— দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে খালি গা থ্রি–কোয়ার্টার পরিহিত এক যুবক মেঝেতে বসা, আরেক যুবককে নাচের তালে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে স্প্যানিশ ভাষার জনপ্রিয় একটি গান।

‘বঙ্গবন্ধুর সৈনিক’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টা ৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘সোনারগাঁয়ে মিউজিক বাজিয়ে যুবককে পিটানোর ভিডিও ভাইরাল।’ (বানান অপরিবর্তিত)

আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ৯৭ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ৫০৬টি রিঅ্যাকশন পড়েছে, ৭০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২ হাজার। পোস্টে কেউ কেউ এই ঘটনাটি পুরোনো উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে সাম্প্রতিক ঘটনা লিখেও মন্তব্য করেছেন।

Md Ballal নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সঠিক আইনের প্রয়োগ নাই এজন্যই সন্ত্রাসীরা এরকম সাহস পায়।’ (বানান অপরিবর্তিত) Md Rony লিখেছে, ‘দেশটা কি হইতেছে আল্লাহ পাকের যাবে দেশে খুব ভালো দেয়।’ (বানান অপরিবর্তিত)

Md Arif নামে ফেসবুক অ্যাকাউন্ট ও ‘স্বাধীনতার স্বাদ পেতে চাই’ নামে পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে newssonargaon24.com নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। এটি ২০২২ সালের গত ২৯ জুলাই প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে মারধর করা যুবকের মুখমণ্ডল, হাতের লাঠি, পোশাক, মেঝেতে থাকা যুবক, দেয়াল— এসবের সাদৃশ্য রয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে newssonargaon24.com নামের ফেসবুক পেজের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, সে সময় সোনারগাঁওয়ে গান বাজিয়ে এক যুবককে মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে দৈনিক সমকাল পত্রিকার ওয়েবসাইটে ২০২২ সালের ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

দৈনিক সমকাল পত্রিকার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ভিডিওতে যুবককে মারধরের অভিযোগে ডাকাত শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শাহ আলম নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

আর নির্যাতনের শিকার যুবক কথিত ডাকাত সাদ্দামের সহযোগী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই ডাকাত দলের ভাট বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই যুবককে মারধর করা হয় বলে জানায় পুলিশ।

একই তথ্যে ২০২২ সালের ৩০ জুলাইয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গান বাজিয়ে যুবককে মারধর করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালের ঘটনা। তবে স্থান এবং ঘটনার বর্ণনা একই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের