ফ্যাক্টচেক ডেস্ক
একটার পর একটা মোটরবাইক পার হচ্ছে। রাস্তার পাশে বিশেষ চেয়ারে বসা এক শিশু বাইকের এই মেলা দেখে প্রবল উৎসাহে হাততালি দিচ্ছে। বোঝাই যাচ্ছে বাইক দেখে সে বেশ খুশি।
ফেসবুকে ১ মিনিট ৫১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবি করছেন, এটি জার্মানির ৬ বছর বয়সী ক্যানসার আক্রান্ত এক শিশুর ইচ্ছাপূরণ কর্মসূচি। এরই মধ্যে এক হাজারের বেশি আইডি, গ্রুপ ও পেজে একই ক্যাপশন যোগে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে।
লেখা হচ্ছে, ‘জার্মানিতে ঘটে গেলো সহমর্মিতার অভূতপূর্ব এক ঘটনা, যা দেখে শরীরের রোম দাঁড়িয়ে যাবে।
৬ বছরের ক্যান্সারে আক্রান্ত ছেলেটা বাইক খুবই পছন্দ করে। পরিবারও সেটা জানে। ওর পরিবার সোশ্যাল মিডিয়াতে লোকাল বাইকার গ্রুপ কে আহবান করে, যেন তারা বাড়ির সামনে দিয়ে বাইক চালিয়ে যায়। এই দৃশ্য দেখলে ছেলেটা আনন্দ এবং ক্যান্সারের সাথে ফাইট করার শক্তি পাবে।
মানবতার ডাক মূহুর্তেই পৌছে যায় শহরের প্রতিটি কোনায়-কোনায়। পরিবার ভেবেছিলো, হয়তো ৩০-৪০ জন বাইকার আসবে। সবাইকে অবাক করে দিয়ে ১৫ হাজারেরও বেশী বাইকার সাড়া দেয়।
হাজার হাজার বাইকের গর্জন শুনে ছেলেটা আনন্দে যখন পা দোলাতে থাকে।’
অনুসন্ধান করে ইউটিউবে ট্র্যাকি ম্যাকডোনাল্ড নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০১৭ সালের ৮ জানুয়ারি আপলোড করা ভিডিওটি অবশ্য ৮ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ওই ভিডিও থেকেই নেওয়া।
ইউটিউবের শিরোনামে একটি শিশুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য ‘বাইকার গ্রুপ অব বানবারি’কে ধন্যবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত, বানবারি পশ্চিম অস্ট্রেলিয়ার একটি শহর।
কি–ওয়ার্ড অনুসন্ধান করে ২০১৭ সালের ৬ থেকে ১০ জানুয়ারি প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দি ওয়েস্ট অস্ট্রেলিয়ান–এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ বছর বয়সী জেন ইভান্স মোটরসাইকেল ভালোবাসে। জন্মদিনে ছেলেকে সারপ্রাইজ দিতে স্থানীয় বাইকার গ্রুপের সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন তার মা। মায়ের সেই অনুরোধে সাড়া দেয় বানবারির বাইকার গ্রুপ। ওই পত্রিকার ভাষায়, কয়েক ডজন মোটরসাইকেল শোভাযাত্রা করে জেন ইভান্সের জন্মদিনের শুভেচ্ছা জানায়। অচেনা এক বালকের আবদার মেটাতে বাইকারদের এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছিল তখন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে ২০১৭ সালের ৬ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে এই আয়োজনের বেশ কিছু ছবি পাওয়া যায়।
সিদ্ধান্ত
ভাইরাল ভিডিওটি জার্মানিতে ক্যানসার আক্রান্ত শিশুর ইচ্ছাপূরণের কোনো ঘটনা নয়। বরং, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় মায়ের অনুরোধে শিশুর জন্মদিনে সারপ্রাইজ দেওয়া স্থানীয় বাইকার গ্রুপের শোভাযাত্রা।