বিপুল এক প্রাসাদের ছবি প্রচার করে ফেসবুকে দাবি করা হচ্ছে, মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে বসবাসের জন্য প্রাসাদটি দিয়েছেন। গত ৮ ডিসেম্বর (শুক্রবার) ফেরদৌসী আলম নামের এক ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। এতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ৪৩ হাজার রিয়েকশন পড়েছে। এর মধ্যে ৩৩ হাজার রিয়েকশনই লাইক। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। পোস্টটিসহ ফেসবুকে প্রচারিত ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে ও এখানে।
পরবর্তীতে প্রাসাদটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে প্রাসাদটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।
এছাড়া ফেসবুকের ভাইরাল পোস্টগুলো খুঁজেও পোস্টের সঙ্গে প্রচারিত তথ্যটির কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।
জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অনুসন্ধানে অনুসন্ধানে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর মালয়েশিয়া চলে যান এবং দেশটির সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। সেই থেকে তিনি মালয়েশিয়াতেই আছেন। তবে দেশটির সরকার জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দিলেও তাঁকে কোনো প্রাসাদ দিয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় আছেন এবং দেশটির সরকার তাঁকে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ডা. জাকির নায়েককে মালয়েশিয়ার সরকার প্রাসাদটি বসবাসের জন্য দিয়েছেন, যা মিথ্যা।