Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ফিলিস্তিনের সমর্থনে ভাইরাল ভিডিও টুইট ইলন মাস্কের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

ফিলিস্তিনের সমর্থনে ভাইরাল ভিডিও টুইট ইলন মাস্কের নয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও শেয়ার করলেন ইলন মাস্ক।’

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের টুইট দাবি করে প্রচারিত এক পোস্টের কমেন্ট বক্স যাচাই করে তাঁর নামে খোলা একটি এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। যাচাই করে দেখা যায়, সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। সেখানে ইউজার নেমে লেখা ইলন মাস্ক এওসি ও অ্যাকাউন্টটির নামের পাশে ইংরেজিতে প্যারোডি লেখা।

অনুসন্ধানে এই একই এক্স অ্যাকাউন্ট থেকে গত ৭ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্দেশে লেখা হয়, ‘আমি এই অ্যাপ্লিকেশনের জন্য ৪৪ মিলিয়ন ডলার খরচ করেছি। আর মার্ক আমাকে কপি পেস্ট করার সিদ্ধান্ত নিয়েছ, খাঁচায় দেখা হবে।’

সেই পোস্টে ইলন মাস্কের নাম এবং একই ইউজার নেমসহ ইলন মাস্কের মূল এক্স অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘অনেক মানুষ মনে করে এটা আমার অ্যাকাউন্ট।’ এই কমেন্টে ইউটিউবার মি বিস্টের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক নিশ্চিত করেন, এটি তার অ্যাকাউন্ট নয়।

ভুয়া অ্যাকাউন্ট নিশ্চিত করে ইলন মাস্কের টুইটইলন মাস্কের আসল এক্স অ্যাকাউন্ট দেখুন এখানে

ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, ফিলিস্তিনের সমর্থনে ইলন মাস্কের নামে যে এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে, সেটি ইলন মাস্কের অ্যাকাউন্ট নয়। তাঁর নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট। 

প্রসঙ্গত হামাসের হামলার পাল্টায় গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে গত ২৮ অক্টোবর ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার লিংক।

সিদ্ধান্ত 

চলমান ইসরায়েল-হামাস সংঘাতের মাঝে ৭ নভেম্বর টুইটারের মালিক ইলন মাস্কের নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়। তবে পরে এই প্যারোডি বা নকল অ্যাকাউন্টের পোস্টটিই ইলন মাস্কের আসল পোস্ট দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অন্ধকারে রাস্তায় পড়ে জখম তরুণী, ভাইরাল ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশ নয়

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো

নির্বাচনী প্রচারণার পাঁচ দিনে মোদির যত মিথ্যাচার, লাগাম পরাবে কে