‘আলহামদুলিল্লাহ, সৌদি তুরুস্ক এক হয়ে আজ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সূত্র: আলজাজিরা, আমাদের সরকার কি এখনো বসে থাকবে?’ এমন বর্ণনা সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ছয়টি ফেসবুক গ্রুপ ও আইডিতে এই তথ্য পোস্ট করা হয়েছে। পোস্টটি শেয়ার করেছেন অনেকেই।
ফ্যাক্টচেক
আল জাজিরা লেখা সম্বলিত যে ছবিটিকে কেন্দ্র করে দাবিটি ছড়িয়ে পড়েছে সেটি একটি ভিডিও থেকে নেওয়া। ২০১৭ সালের ২৩ জুলাই ‘Turkey’s Erdogan urges Saudi to play main role in solving Gulf crisis’ শিরোনামে আল জাজিরার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ, ‘সৌদি-তুরুস্ক এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা’ শিরোনামে প্রকাশিত তথ্যটি সত্য নয়।