হোম > ফ্যাক্টচেক > বিদেশ

মেসিকে গাড়ি উপহার দিয়েছেন নেইমার?

ফ্যাক্টচেক ডেস্ক

একটি গাড়ির সামনে দেখা যাচ্ছে ব্রাজিল ফুটবল তারকা নেইমারকে। ছবি দেখেই ধারণা করা যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন, অনেকটা ফ্যাশান শোর র‍্যাম্পে হাঁটার মতো করে। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, মেসিকে নেইমার গাড়ি উপহার দিয়েছেন।

পোস্টগুলোয় লেখা হচ্ছে, ‘সম্প্রতি মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবে না। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।’

গতকাল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের হারের পর থেকেই ফেসবুকে এই ছবি ঘুরে বেড়াচ্ছে।

ফ্যাক্টচেক
নেইমারের পেছনে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটি মরক্কোর লারাকি এপিটোম কোম্পানির। রিভার্স সার্চ টুলসে অনুসন্ধান করে ৫৮টি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়, যার কোনোটিতেই গাড়িটির সঙ্গে নেইমারের ওই ছবি নেই। সার্চ কমান্ডে ওল্ডেস্ট ক্যাটাগরি নির্ধারণ করলে জানা যায়, ২০১৩ সালে ম্যাড ফর হুইলস নামের ওয়েবসাইটে ছবিটি প্রথম প্রকাশিত হয়। ২০১৪ সালেও অনেকগুলো ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।

গাড়ির সঙ্গে নেইমারের ছবিটি আলাদা করে রিভার্স সার্চ করলে দেখা যায়, ছবিটি ২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশান শোতে তোলা।

২০১৯ সালে হক্সন নামের একটি ইউটিউব চ্যানেলে নেইমার কার কালেকশন শিরোনামের একটি ভিডিও প্রকাশ করা হয়, যার থাম্বনেইলের ছবিটি তৈরি করা হয় ওই গাড়ির ছবির সঙ্গে নেইমারের ছবি জুড়ে।

অর্থাৎ, নেইমারের ছবির সঙ্গে গাড়ির ছবি সম্পাদনা করে ছবিটি বানানো হয়েছে।

গতকাল খেলার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসিকে নেইমারের গাড়ি উপহার দেওয়ার তথ্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সিদ্ধান্ত
মেসিকে নেইমার ছবির ওই গাড়িটি উপহার দিয়েছেন, তথ্যটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো

নির্বাচনী প্রচারণার পাঁচ দিনে মোদির যত মিথ্যাচার, লাগাম পরাবে কে

‘ডলি চাইওয়ালা’ উইন্ডোজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিল গেটস কি এমন ঘোষণা দিয়েছেন?

সেকশন