Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > বিদেশ

করোনাকে উপহাস করে করোনাতেই মৃত্যু প্রেসিডেন্টের?

ফ্যাক্টচেক ডেস্ক

করোনাকে উপহাস করে করোনাতেই মৃত্যু প্রেসিডেন্টের?

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলিই একমাত্র রাজনীতিবিদ যিনি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন! এমনটাই লিখেছে সে দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।  

এ সংক্রান্ত কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত জুনে তানজানিয়াকে ‘কোভিড-১৯ মুক্ত’ বলে ঘোষণা করেছিলেন মাগুফুলি। মাস্কের কার্যকারিতা নিয়ে উপহাস, পরীক্ষার ব্যাপারে সন্দেহ প্রকাশ এবং ভাইরাস ঠেকাতে প্রতিবেশী দেশগুলোর নেওয়া পদক্ষেপ নিয়ে তীর্যক মন্তব্য করে সমালোচনার স্বীকার হয়েছিলেন তিনি। গত বছরের মে থেকে তানজানিয়া দেশটির করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করেনি এবং সরকার টিকা কিনতে রাজি হয়নি।

এ সংক্রান্ত খবর পড়ুন এখানেএখানে

অক্টোবর, ২০১৫-তে মাগুফুলির ৫৬তম জন্মদিনে তাকে তানজানিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। গত বছর বিতর্কিত এক নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ফ্যাক্ট চেক:

১। মাগুফুলি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান নি। হৃদযন্ত্রের জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভেশনে জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় দেশটির ভাইস প্রেসিডেন্ট (বর্তমান প্রেসিডেন্ট) সামিয়া সুলুহু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত খবর দেখুন এখানে

২৭ ফেব্রুয়ারি তাকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গেলেও প্রেসিডেন্ট ‘শারীরিকভাবে সুস্থ আছেন এবং কঠিন পরিশ্রম করছেন’ বলে গত সপ্তাহে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। প্রেসিডেন্টের অসুস্থতার খবরকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এ ধরনের গুজব ছড়ানোর জন্য তিনি বিদেশে বসবাসকারী ‘ঘৃণ্য’ তানজানিয়ানদের দায়ী করেছিলেন। তবে বিরোধীদলীয় নেতা টুনডু লিসু বিবিসিকে বলেছিলেন, তার সূত্রগুলো তাকে জানিয়েছে মাগুফুলি কেনিয়ার হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছেন।

২। বিশ্বে অনেক রাজনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশে বেশ কজন মন্ত্রী, এমপি ও অন্যান্য রাজনীতিবিদ এই ভাইরাসে মারা যাওয়ার খবর জানা গেছে। সোমালিয়ার সাবেক  রাষ্ট্রপতি আলী মাহাদী মোহাম্মেদ ও কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি জ্যাকুয়েস জোয়াকিম করোনাভাইরাসে মারা গেছেন। বুরুন্ডির রাষ্ট্রপতি পিয়েরে কুরুনজিজাও করোনাভাইরাসে মারা গেছেন বলে ধারণা করা হয় তবে তা নিশ্চিত নয়।

ফলাফল:

তানজানিয়ার প্রেসিডেন্ট করোনাভাইরাসে মারা যাননি।  কিন্তু বিশ্বে অনেক রাজনীতিবিদ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সংক্রান্ত পোস্টগুলো গুজব। 

সূত্র: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বন্ধু মোদির সঙ্গে দেখা করতে ভারতে ডোনাল্ড ট্রাম্প— ভিডিওটি পুরোনো

অন্ধকারে রাস্তায় পড়ে জখম তরুণী, ভাইরাল ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশ নয়

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো