সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি মাঠে বেশকিছু খাদ্যদ্রব্য সারি করে সাজিয়ে রাখা আছে।
ছবিটি বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে অনেকে পোস্ট করে দাবি করছেন যে ইন্দোনেশিয়ায় করোনার কারণে গরিবদের জন্য বরাদ্দ খাবারের ছবি এটি। যাদের খাবারের প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, এই ছবি ব্যবহার করে বাংলাদেশকে হেয় করার প্রবণতাও দেখা গেছে।
একটি পোস্টে লেখা হয়েছে- 'ইন্দোনেশিয়ার ছবি এটি। করোনায় গরিবদের জন্য বরাদ্দ খাবার, যাদের প্রয়োজন নিয়ে যাবে। কোন এমপি, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার কেউই নাই। বাংলাদেশ এমন হবে কবে? আমাদের আর কতোদিন লাগবে এমন দৃশ্য দেখতে। আমরা গরিব রিকশা চালকের, দিনমজুর, খেটে-খাওয়া মানুষের পিঠে লাঠি,কান ধরিয়ে উপহাস করা দেখতে চাই না। আমাদের মানুষিকতার পরিবর্তন হোক মানবতার জয় হোক এই কামনা করি।'
ফ্যাক্টচেক: ছবিটির রিভার্স ইমেজ সার্চ চালিয়ে দেখা যায় যে এই ছবিটি ইন্দোনেশিয়ায় করোনাকালে বরাদ্দ খাবারের নয়। গত বছর এরকম সময়ে অর্থাৎ ২০২০ সালেও ছবিটি একই দাবি করে ব্যাপকভাবে ভাইরাল হয়।
ফলাফল: এটি ইন্দোনেশিয়ায় করোনার সময় অসহায়দের জন্য ত্রাণের ছবি নয়। ২০১৯ সালে গাম্বিয়ায় রমজান মাস উপলক্ষে এক বিত্তশালীর উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণের ছবি এটি।