Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত?

ফ্যাক্টচেক ডেস্ক

ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত?

জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি। 

ভিডিওটি দেখুন এখানে। 

একই ভিডিও ফেসবুকেও প্রচার হতে দেখা যায়। ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে। 

অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।  

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্‌যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান। 

এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে। 

অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না। 

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। 

সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্‌যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অন্ধকারে রাস্তায় পড়ে জখম তরুণী, ভাইরাল ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশ নয়

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো

নির্বাচনী প্রচারণার পাঁচ দিনে মোদির যত মিথ্যাচার, লাগাম পরাবে কে