হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ক্যাটরিনা কাইফের ইসলাম ধর্ম গ্রহণের তথ্য ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।

গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।

পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।

পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।

বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

আরব সাগরে সৈন্যসহ মার্কিন যুদ্ধজাহাজ আটক—ভাইরাল ভিডিওটি পুরোনো

হিজাব খুলে খামেনির বিরুদ্ধে ইরানি নারীদের বিক্ষোভের ভিডিওটি পুরোনো

ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছে—এই দাবির সত্যতা কতটুকু

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পার্লামেন্টের অফিসে হামলা—ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

ভাইরাল ভিডিওটি আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার নয়

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ব্রাজিলের

ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

ভিডিও গেমের ক্লিপকে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য বলে পাল্টাপাল্টি দাবি

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেপ্তারের ভুয়া খবরটি ছড়িয়েছে এবিপি আনন্দ