মগবাজারে গতকাল রোববার বিস্ফোরণে এ পর্যন্ত সাতজনের মৃত্যু ও অর্ধ শতাধিক আহতের খবর গণমাধ্যমে এসেছে। রক্তভেজা জামা, টাকাসহ অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এর মধ্যে রুহুল আমিন নামে এক প্রবাসীকে নিয়ে একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই পোস্ট শেয়ার করার প্রবণতা।
পোস্টটিতে লেখা হচ্ছে- ‘২৪ বছর পরেও মাকে দেখা হলো না আমেরিকা ফেরত রুহুল আমিনের! দীর্ঘ ২৪ বছর পরে বাড়িফেরা। সেই কিশোর বয়সে সংসারের হাল ধরতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন রুহুল আমিন। এরপর কেবল সবাইকে ভালো রাখার চেষ্টা। বিয়েও করেননি। বাড়ি ফেরার খবরে মেয়ে দেখা চলছিল। বিমানবন্দরে নেমে ফোন করে মাকে বলেছিলেন, দেশে পৌঁছেছি। বাড়ি আসছি। দেখা হবে মা। তবে মাকে আর দেখা হয়নি রুহুল আমিনের। বাড়ি ফিরেছেন, কিন্তু বাক্সবন্দী লাশ হয়ে। ঢাকা থেকে বাড়ি ফেরার সময় মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন রুহুল আমিন। আহা জীবন...!!’
ফ্যাক্টচেক
প্রথমেই আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বিস্ফোরণের ঘটনায় নিহতদের নাম জানার চেষ্টা করি। জান্নাত (৩০) এবং স্বপন (৩৫) নামে দুজনের কথা জানতে পারি। তবে অন্য নিহতদের নাম গণমাধ্যমে এখনো আসেনি।
রুহুল আমিনকে নিয়ে ফেসবুকে লেখাগুলোর কি-ওয়ার্ড রিভার্স সার্চ করে আমরা তাঁর মৃত্যুর সংবাদ খুঁজে পাই ২০২০ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে।
১৫ জানুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই–এ পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
মগবাজার বিস্ফোরণে নিহতদের মধ্যে রুহুল আমিন নামের কোনো যুক্তরাষ্ট্রপ্রবাসী আছেন কি–না সেটি কোনো গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি। আর ফেসবুকে যে রুহুল আমিনের ছবি ব্যবহার করে খবর শেয়ার করা হচ্ছে তিনি ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।