Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

‘ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব’ শিরোনামে পুরোনো ভিডিও ভাইরাল

ফ্যাক্টচেক ডেস্ক

‘ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব’ শিরোনামে পুরোনো ভিডিও ভাইরাল

ফেসবুকে ‘ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব’ উল্লেখ করে একটি ভিডিও অনেকেই শেয়ার করছেন। ২৪ মে বিকেল থেকে ভিডিওটি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে প্রবল ঝড়ে গাছ ও ঘরবাড়ি দুমড়ে মুচড়ে যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি বাংলাদেশে ইয়াসের তাণ্ডবের চিত্র। তবে ভিডিওটি বাংলাদেশের কোন অঞ্চলের সেটি উল্লেখ করা হয়নি।

ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকের বিভিন্ন টুল ব্যবহার করে ভিডিওটির উৎস অনুসন্ধান করা হয়। টর্নেডো ট্র্যাকার্স নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, ৪ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি ২০১৮ সালের ১৩ অক্টোবর প্রকাশ করা হয়। ভিডিওটি ওই চ্যানেল থেকে প্রায় ৬ কোটি ২৩ লাখ বার দেখা হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শক্তিশালী হ্যারিকেন ‘মাইকেল’ আঘাত হানে। সে সময় হ্যারিকেন মাইকেলের আঘাতে ফ্লোরিডার পানামা শহরের উপকূলীয় এলাকার ঘরবাড়ি ধ্বংসের ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছিল। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে একই দিন এমন কিছু ছবি খুঁজে পাওয়া যায় যা ভিডিওটির সাথে হুবহু মিলে যায়।মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে ভিডিওটির সূত্র খুঁজে পাওয়া যায়। ছবি: সংগৃহীত

সে সময় দ্য গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ও ভিডিওটি মিলিয়ে হ্যারিকেন মাইকেল সম্পর্কে বিস্তারিত জানা যায়।

২০১৮ সালের পানামা সিটির উপকূলীয় এলাকার ওই ভিডিওটিই ঘূর্ণিঝড় ইয়াস–এর ভিডিও দাবি করে বাংলাদেশের কিছু ফেসবুক ব্যবহারকারী গতকাল থেকে ব্যবহার করছেন।

ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান অবস্থা
মঙ্গলবার (২৫ মে) দুপুরে আজকের পত্রিকার অনলাইন পোর্টালে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বর্তমানে এ ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দরের সবচেয়ে কাছে অবস্থান করছে।

মঙ্গলবার সকালে ইয়াস সম্পর্কিত ১১ নম্বর বিশেষ বুলেটিনে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পায়রা সমুদ্রবন্দর থেকে এটি বর্তমানে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াস সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব বাংলাদেশে খুব একটা পড়ছে না বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। গতিপথ পরিবর্তন না করলে এটি বাংলাদেশে আঘাত হানবে না বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সিদ্ধান্ত
ভিডিওটি ঘূর্ণিঝড় ইয়াসের নয়। বরং ২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হ্যারিকেন ‘মাইকেল’–এর তাণ্ডব।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বছরজুড়ে আলোচিত যত গুজব

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

ওই সাত শিশু এক মায়ের নয়

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে

‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়