হোম > ফ্যাক্টচেক > দেশ

স্নাতক ছাড়া সাংবাদিক হওয়া যাবে না– এমন সিদ্ধান্ত হয়নি

ফ্যাক্টচেক ডেস্ক

‘স্নাতক পাস ছাড়া এখন থেকে আর কেউ সাংবাদিক হতে পারবে না’– এমন একটি বক্তব্য গত দু’দিনে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীকে পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে। 

ফ্যাক্টচেক
পোস্টগুলো দেখে মনে হচ্ছে, স্নাতক ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না, এ রকম সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়েছে। পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এমন সিদ্ধান্ত ঘোষণা করেছেন বলে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে। তবে পিআইবির ওয়েবসাইট থেকে জানা যায়, মহাপরিচালক হিসেবে মো. শাহ আলমগীরের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল দায়িত্ব নেন তিনি।

যে তথ্যটি ছড়ানো হচ্ছে তা ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি বেশ কিছু গণমাধ্যমে শিরোনাম হয়েছিলপ্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাদারীপুরে স্থানীয় সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবির তৎকালীন মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, ‘স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস ছাড়া নতুন কেউ সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। তবে, যারা এরই মধ্যে সাংবাদিকতায় ১২ বছর অতিবাহিত করেছেন তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।’

স্নাতক ছাড়া পিআইবির নতুন তালিকায় কেউ অন্তর্ভুক্ত হতে পারবেন না, এমন কথা বলেছিলেন পিআইবির সাবেক মহাপরিচালক। যদিও এই তালিকাভুক্তি ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করছেন অনেকেই।

এ প্রসঙ্গে আজকের পত্রিকার সঙ্গে ফোনালাপে পিআইবির বর্তমান মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘স্নাতক ডিগ্রি সাংবাদিকতার জন্য একমাত্র মানদণ্ড হতে পারে না। এটা গুরুমুখি পেশা এবং চর্চার বিষয়। যে কোনো পেশায় শিক্ষার একটা গুণ তো আছেই, তবে সাংবাদিকতার ক্ষেত্রে এটাকে নির্ধারণ করে দেওয়া যায় না। এমনও হতে পারে, একজন ব্যক্তি পিএইচডি করেছেন, কিন্তু তাঁকে দিয়ে ভালো সাংবাদিকতা হবে না। স্নাতক পাসের যে বক্তব্যের কথা বলা হচ্ছে, সেটা আমরা নানাভাবে নানা সময় বলি। তবে এটা কোনো সিদ্ধান্ত না, সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ দেওয়ার জন্য আমরা বলে থাকি।’   

সিদ্ধান্ত
পিআইবির তালিকভুক্ত হতে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারিত নেই। তবে মো. শাহ আলমগীর মহাপরিচালক থাকা কালে ন্যূনতম যোগ্যতা (স্নাতক) নির্ধারণের একটি প্রস্তাব রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আর বর্তমান মহাপরিচালক বলছেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম স্নাতক পাস হওয়ার কথা তাঁরা বলেন। এটি কোনো সিদ্ধান্ত নয় বরং সাংবাদিকতার গুণগত মান বাড়ানোর তাগিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার