Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

পিঠের দাগের এই ছবিটি সাম্প্রতিক লকডাউনের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

পিঠের দাগের এই ছবিটি সাম্প্রতিক লকডাউনের নয়

ফেসবুকে একটি লোকের পিঠে আঘাতের চিহ্নসহ একটি ছবি পোস্ট করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সম্প্রতি লকডাউনে রাস্তায় নেমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই এই দশা হয়েছে তাঁর। তবে কোনো পোস্টেই লোকটির মুখ দেখা যাচ্ছে না। পরিচয়ও দেওয়া হয়নি। ফেসবুকে অনুসন্ধান করে শতাধিক গ্রুপ, পেজ ও আইডিতে ছবিটি পাওয়া গেছে।

ফেসবুকে অনুসন্ধান করে শতাধিক গ্রুপ, পেজ ও আইডিতে ছবিটি পাওয়া গেছেফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায়, ছবিটি পুরোনো। ফেসবুকে আগেও ছবিটি আপলোড করা হয়েছিল। ২০২০ সালের ২৫ মার্চ মিম নেপাল নামে একটি ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। সে সময় ওই পোস্ট ১৫০ বার শেয়ার হয়েছিল। একই সময়ে বাংলাদেশেও বেশ কয়েকটি ফেসবুক প্ল্যাটফর্মে ছবিটি আপলোড হতে দেখা যায়।

মিম নেপাল নামে একটি ফেসবুক পেজে ছবিটি গত বছর আপলোড করা হয়রেড্ডিট ডটকম-এ প্রকাশিত একটি মিমেও ছবিটি পাওয়া যায়, যা এক বছর আগে আপলোড করা হয়েছিল।

সিদ্ধান্ত
ভাইরাল ছবিটি ১ জুলাই থেকে শুরু হওয়া সাম্প্রতিক লকডাউনের নয়। ছবিটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বছরজুড়ে আলোচিত যত গুজব

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

ওই সাত শিশু এক মায়ের নয়

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে

‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়