ফ্যাক্টচেক ডেস্ক
বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা একটি প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি লিখে দাঁড়িয়ে আছে।
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখা যায়, ছবিটি সম্পাদনা করা হয়েছে। মূল ছবিটি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়।
গত ৫ ডিসেম্বর অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪–এর ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর হাতে ‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।
একই ছবি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন সংস্করণে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়। এই প্রতিবদনও গত ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ছবিতে প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি সম্পাদনা করে বসিয়ে দেওয়া হয়েছে। মূল ছবিতে লেখা ছিল—‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার।’
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com