Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

সিলেটে ভূমিকম্প, নাকি শেভরনের মাইন বিস্ফোরণ?

ফ্যাক্টচেক ডেস্ক

সিলেটে ভূমিকম্প, নাকি শেভরনের মাইন বিস্ফোরণ?

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে সম্প্রতি সিলেটে ১৮ ঘণ্টার মধ্যে কয়েক দফা ভূমিকম্পের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরনকে দায়ি করা হচ্ছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া স্ট্যাটাসের ক্যাপশনটি হুবহু তুলে ধরা হলো—‘আমরা সবাই জানি সিলেটে পাঁচ অথবা সাত বার ভূমিকম্প হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একবারও ভূমিকম্প হয়নি, যে কম্পনটুকু হয়েছে সেটা হল সিলেটস্হ শেভরন কোম্পানি তাদের নিজ এরিয়ায় মাইন বিস্পোরণ ঘটিয়েছে কূপ খননের জন্য, এ বিস্কোরণের সময় সারা সিলেট শহরে কেঁপে উঠেছে, আবহাওয়া অফিস ও ইলেকট্রনিক মিডিয়া তা না জেনে এটাকে ভূমিকম্প হিসেবে প্রকাশ করতেছে, কোন পূর্ব ঘোষণা ছাড়া শেভরন উক্ত বিস্পোরণ ঘটানোর কারণে আগামীকাল তাদের কতৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ডাকা হয়েছে নগর ভবনে , জাতি আগামী কালই বিস্তারিত জানতে পারবে।’

দেলোয়ার হোসেন নামের আইডি থেকে করা পোস্টটির এই স্ক্রিনশট অর্ধ শতাধিক আইডিতে খুঁজে পাওয়া গেছেফ্যাক্টচেক
গত ২৯ মে সকাল থেকেই সিলেটে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয় এবং পরবর্তীতে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ওই দিন আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়

কী বলছে আবহাওয়া অধিদপ্তর
প্রতিবেদনে বলা হয়, সিলেটে এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিটে প্রথম ভূ-কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। এর পর সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা এবং ১১টা ৩৪ মিনিটে ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তবে বেলা ২টার দিকে পঞ্চমবারের মতো ভূমিকম্প অনুভূত হলেও সিলেট আবহাওয়া অধিদপ্তর চারবারই বলছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলের বাংলাদেশ–ভারত সীমান্তের জৈন্তাপুর এলাকায়।

কী বলছে শেভরন?
সামাজিক যোগাযোগমাধ্যমে পরদিন শেভরন কোম্পানির মাইন বিস্ফোরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্যটি ছড়িয়ে পড়লে কথা হয় শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার জাহিদুর রহমানের সঙ্গে। তিনি দাবি করেন ‘শেভরন গতকাল কোথাও মাইন বিস্ফোরণ ঘটায়নি এবং তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

ফেসবুকে কি ওয়ার্ড সার্চ করে অসংখ্য আইডিতে বিভ্রান্তিকর পোস্টটি খুঁজে পাওয়া যায়।কী বলছেন সিলেট সিটি মেয়র?
অনুমতি না নিয়ে বিস্ফোরণ ঘটানোর কারণে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য নগর ভবনে ডেকেছেন সিসিক মেয়র—এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ভয়েস অব সিলেট নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের লাইভ ভিডিওতে এ কথা বলেন সিলেট সিটি মেয়র।

সিদ্ধান্ত
একটি প্রাকৃতিক দুর্যোগকে শেভরন কোম্পানির মাইন বিস্ফোরণের ঘটনা দাবি করে অসত্য তথ্য ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বছরজুড়ে আলোচিত যত গুজব

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

ওই সাত শিশু এক মায়ের নয়

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে

‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়