Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

বাপ্পী ও অপু বিয়ে করছেন খবরটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

বাপ্পী ও অপু বিয়ে করছেন খবরটি ভুয়া

সম্প্রতি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি নায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ের কথা জানিয়েছেন বলে লক্ষ্য করা যায়। একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে 'আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি' এই শিরোনামে। এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে খবরটি ছড়ানো হচ্ছে।

বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত শিরোনামগুলোতে তাদের বিয়ের কথা উল্লেখ করা হলেও মূলত খবরটি একটি চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু' চলচ্চিত্রে এই যুগল অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। তাছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের মূল খবরটিও পুরনো।

২০১৯ সালের ৭ অক্টোবরের আরটিভি অনলাইনের খবর অনুযায়ী, সেসময় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটের আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে যান বাপ্পী ও অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি জানান, 'আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু' মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।' মূলত আরটিভি অনলাইনের এই খবরকেই কপি করে নতুন করে এখন আবারও প্রকাশ করা হচ্ছে।  

উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বছরজুড়ে আলোচিত যত গুজব

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

ওই সাত শিশু এক মায়ের নয়

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে

‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়