ব্যবস্থাপত্রটিতে দেখা যায়, মৃদু মাত্রার করোনা রোগীর জন্য ১০টি ওষুধের একটি তালিকা দেওয়া হয়েছে। মাঝারি মাত্রার করোনা রোগীর জন্য সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩–তে।
বেশ কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও আইডিতে ব্যবস্থাপত্রটি পোস্ট করা হয়েছে। এ রকম কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
ব্যবস্থাপত্রটি গত এপ্রিল মাস থেকে ফেসবুকে দেখা যাচ্ছে। গত ৩০ এপ্রিল ডা. এ বি এম আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভুয়া ব্যবস্থাপত্রের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট লেখেন।
সিদ্ধান্ত
ফেসবুকে ছড়িয়ে পড়া ব্যবস্থাপত্রটি ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয় এবং এটি নির্ভরযোগ্যও নয়।