Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

মোদির সাথে মামুনুল হকের ছবিটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

মোদির সাথে মামুনুল হকের ছবিটি ভুয়া

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে পাঞ্জাবী ও টুপি পরিহিত দু'জন বসে আছেন। ছবির একজন হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবিটি বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করে ২০১৫ সালের বলে দাবি করা হচ্ছে।

ছবিটি ২০১৫ সালের বলে দাবী করা হচ্ছেযাচাই করে দেখা গেছে, নরেন্দ্র মোদির সাথে মাওলানা মামুনুল হকের এই ছবিটি এডিট করা।

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি ইসকন মন্দিরে 'বিশ্বের বৃহত্তম ভাগবত গীতা' উদ্বোধন করার জন্য খান মার্কেট মেট্রো স্টেশন থেকে মেট্রো ট্রেনে চড়ে অনুষ্ঠানের ভেন্যুতে পৌছান। এসময় মেট্রোতে অনেক যাত্রী তার সাথে কুশল বিনিময় করেন।

এরই মধ্যে বর্তমানে বাংলাদেশে ফেসবুকে ছড়ানো ছবিটির মূল ছবি ও ভিডিও ফুটেজও পাওয়া যায়। সে সময় ভারতের দ্যা কুইন্টে প্রকাশিত একটি ছবি এডিট করে অপ্রাসঙ্গিক শিরোনামে পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ভারতের দ্যা কুইন্টে প্রকাশিত খবরের স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বছরজুড়ে আলোচিত যত গুজব

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

ওই সাত শিশু এক মায়ের নয়

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে

‘যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না’

‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়