চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা– ফেসবুকে তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শতাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও আইডিতে তথ্যটি পোস্ট করতে দেখা গেছে। পোস্টটির শুরুতে ‘ব্রেকিং নিউজ’ উল্লেখ করে শেষে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হচ্ছে। বিভিন্ন চাকরি–সংক্রান্ত ফেসবুক গ্রুপগুলোতে তথ্যটি বেশি ছড়িয়ে পড়েছে।
সরকারি চাকরি, জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট সকল নিউজ, কমিশনমুক্ত টিউশন, স্টুডেন্ট লাইব্রেরি চট্টগ্রাম, সফিপুর আনসার অ্যাকাডেমি, ইংলিশ ক্লাব, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশ চাই, শিক্ষক ফোরাম- চট্টগ্রাম বিভাগ, “পলিটেকনিক নোটিশ বোর্ড (২)”, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ~সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি এর সার্কুলার ও তথ্য কেন্দ্র, ইবরাজ বিসিএস কর্নার, বাংলাদেশ ডিফেন্সের চাকরি সম্পর্কিত সকল তথ্য, প্রাইমারী ও সকল চাকরির নিয়োগ প্রস্তুতি গ্রুপ, বাঁশখালী সচেতন নাগরিক সমাজ, বৃন্দাবন সরকারি কলেজসহ আরও কয়েকটি ফেসবুক গ্রুপ, পেজ ও আইডিতে পোস্টটি খুঁজে পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ঘোষণা করলে সেটি মূলধারার সব গণমাধ্যমে প্রকাশিত হতো। কিন্তু কোনো সংবাদমাধ্যমে সম্প্রতি এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ ধরনের কোনো বিজ্ঞপ্তি নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে জানানো হয়, চাকরির বয়সসীমা বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি।
চাকরির বয়সসীমা বাড়ানোর দাবির পক্ষে সূত্র হিসেবে সময় টিভিকে উল্লেখ করা হলেও সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে গত তিন দিনের প্রতিবেদন অনুসন্ধান করে এমন কোনো খবর পাওয়া যায়নি। সময় টিভি অনলাইনের ওয়েবসাইটে খোঁজ করেও এমন কোনো খবর পাওয়া যায়নি। সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন বিভাগের ইনচার্জ পলাশ মাহমুদ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, তাঁদের সম্প্রচার কিংবা অনলাইন- কোনো মাধ্যমেই এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সাধারণ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধা, চিকিৎসক আর বিশেষ কোটার ক্ষেত্রে এই বয়সসীমা ৩২ বছর। সরকারি ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও একই বয়সসীমা অনুসরণ করা হয়। সরকারি চাকরিতে প্রবেশের এই বয়সসীমা বাড়ানোর দাবি অনেক দিন ধরেই করে আসছেন শিক্ষার্থীদের একটি অংশ। করোনাকালে বহু নিয়োগ পরীক্ষা ঝুলে যাওয়ায় এই দাবি আরও জোরদার হয়েছে।
সিদ্ধান্ত
চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানো হয়নি। ফেসবুকে এ সংক্রান্ত পোস্টগুলো সঠিক নয়।