হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নকশা— ভাইরাল ছবিটির পেছনের ঘটনা জানুন

ফ্যাক্টচেক  ডেস্ক

মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নকশা তৈরি করার দাবিতে প্রচারিত পোস্ট

মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।’ ছবিটিতে দেখা যাচ্ছে, ধানসদৃশ বস্তুতে একটি নকশা করা হয়েছে। একই ক্যাপশনে আগেও একই ছবি পোস্ট হয়েছে।

‘বিজ্ঞানের অজানা তথ্য’ নামে একটি ফেসবুক গ্রুপে মাহি আক্তার (Mahi Aktar) নামক একটি অ্যাকাউন্ট থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওয়া পোস্টটি বেশি প্রচারিত হয়েছে। আজকে সোমবার দুপুর ২টা পর্যন্ত পোস্টটিতে ১৭৬টি রিঅ্যাকশন পড়েছে ৮টি শেয়ার হয়েছে।

সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে প্যাকেজিং অব দ্য ওয়ার্ল্ড নামের একটি ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়। এর সঙ্গে ধানের ওপর মাইক্রোস্কোপ ব্যবহার করে নকশা তৈরি করা হয়েছে দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।

ধানের ওপর মাইক্রোস্কোপ ব্যবহার করে নকশা তৈরি করার দাবিতে প্রচারিত ছবির সঙ্গে প্যাকেজিং অফ দ্য ওয়ার্ল্ড নামের ওয়েবসাইট থেকে পাওয়া ছবির সাদৃশ্য।

ওয়েবসাইট থেকে জানা যায়, এটি থাইল্যান্ডের ‘হেলদি ফুড হেলদি লাইফ’ ব্রান্ডের থাই ওয়াইজডম রাইস নামের চালের প্রচারণার জন্য কাঠের ওপর কারিগর দিয়ে ধানের বীজের আদলে তৈরি একটি নকশার ছবি।

কেন এমন নকশা তৈরি করেছিলেন, তার কারণ হিসেবে তারা জানায়, আধুনিক পদ্ধতিতে নানান উপায়ে ধান চাষের বিষয়টি আসলেই ভালো কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তাই তারা একটি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে যে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে ভালো ও উন্নতমানের ধান পাওয়া সম্ভব। যেখানে মহিষ দিয়ে চাষের মাধ্যমে মাটি তৈরি, চারা তৈরি এবং রোপণ, হাতে বপন ও কর্তন এবং হাতের মাধ্যমেই প্রক্রিয়াজাত করা হয়। এই পুরো বিষয়টিই নকশায় উপস্থাপন করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ করে প্রম্পট ডিজাইনের ওয়েবসাইটেও ছবিটি পাওয়া যায়।

ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, নকশা একটি বড় কাঠের টুকরাতে স্থানীয় ভাস্করদের মাধ্যমে তৈরি করা হয়। প্রাচীন পদ্ধতিতে ধান চাষের প্রক্রিয়া কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয় তা নকশাতে উল্লেখ করা হয়েছে।

সুতরাং, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল পদ্ধতির নকশা মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নির্মাণ করা হয়নি। প্রকৃতপক্ষে, থাইল্যান্ডের একটি ধান প্রক্রিয়াজাতকরণ কোম্পানি তাদের পণ্যের গুণগত মান তুলে ধরতে স্থানীয় কিছু কারিগর দিয়ে কাঠের ওপর নকশাটি তৈরি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

তামার ব্রেসলেটে কি জয়েন্টের ব্যথা দূর হয়, চিকিৎসাবিজ্ঞান কি তাই বলে

ঝাল খাবার খেলে পাকস্থলীতে আলসার হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঘামের মাধ্যমে মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

মধু খেলে অ্যালার্জি ভালো হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

কফি পানে মানুষের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়— প্রচলিত ধারণাটি কি বিজ্ঞানসম্মত

লেবু, রসুন, আদা, ভিনেগারের মিশ্রণ খেলে রক্তনালির ব্লকেজ কাটে! চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বি মানেই অস্বাস্থ্যকর? চিকিৎসা বিজ্ঞান কী বলে

নিয়মিত আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না! চিকিৎসা বিজ্ঞান কী বলে

সন্তান প্রসবে নারীর ৫৭ ‘ডেল’ ব্যথা অনুভব হয়, যা ২০টি হাড় ভাঙার ব্যথার সমান— দাবিটির সত্যতা জানুন

আক্রান্ত ব্যক্তির সঙ্গে চোখাচোখি হলেই কি চোখ ওঠে, কী বলে চিকিৎসা বিজ্ঞান