ফেসবুকে অনেকেই একটি স্ক্রিনশট পোস্ট করছেন যার শিরোনাম ‘রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। সংযুক্ত সংবাদে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে কোন পোস্টেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ হয়নি।
ফেসবুকে এই স্ক্রিনশটটি শত শত শেয়ার হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা নাই। তাই রোযা রাখলে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা এইসব না মানলেও চলবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, রোযা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি। তার মানে এই নয় যে, সংক্রমণ একেবারেই হবে না। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারটা রোযার সাথে সম্পর্কিত না, বরং স্বাস্থ্যবিধি মানা না মানার সাথে বেশি সম্পর্কিত।
অতএব, ভাইরাল হওয়া স্ক্রিনশটের তথ্য ও শিরোনাম বিভ্রান্তিকর।