Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

রোযা রাখলে করোনা হবে না তথ্যটি বিভ্রান্তিকর

ফ্যাক্টচেক ডেস্ক

রোযা রাখলে করোনা হবে না তথ্যটি বিভ্রান্তিকর

ফেসবুকে অনেকেই একটি স্ক্রিনশট পোস্ট করছেন যার শিরোনাম ‘রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। সংযুক্ত সংবাদে জার্নাল অব গ্লোবাল হেলথবিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে কোন পোস্টেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ হয়নি।

ফেসবুকে এই স্ক্রিনশটটি শত শত শেয়ার হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা নাই। তাই রোযা রাখলে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা এইসব না মানলেও চলবে।

 আদতে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ এমনটি বলেনি। জার্নাল অব গ্লোবাল হেলথ মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত যেসব এলাকায় গবেষণাটি চালিয়েছে সেখানে গত রমযান মাসে মৃত্যুহার নিম্নমুখী ছিলো। কিন্তু ওইসব এলাকায় রমযান মাস আসার আগে কিংবা পরেও মৃত্যুহার নিম্নমুখী ছিলো। তার মানে রোযা রাখা না রাখার সাথে সংক্রমণ নিম্নমুখী হওয়ার কোনো যোগসূত্র নাই। রোযা রেখেও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, রোযা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি। তার মানে এই নয় যে, সংক্রমণ একেবারেই হবে না। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারটা রোযার সাথে সম্পর্কিত না, বরং স্বাস্থ্যবিধি মানা না মানার সাথে বেশি সম্পর্কিত।

অতএব, ভাইরাল হওয়া স্ক্রিনশটের তথ্য ও শিরোনাম বিভ্রান্তিকর। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ঝাল খাবার খেলে পাকস্থলীতে আলসার হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঘামের মাধ্যমে মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

মধু খেলে অ্যালার্জি ভালো হয়! চিকিৎসাবিজ্ঞান কী বলে

কফি পানে মানুষের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়— প্রচলিত ধারণাটি কি বিজ্ঞানসম্মত

লেবু, রসুন, আদা, ভিনেগারের মিশ্রণ খেলে রক্তনালির ব্লকেজ কাটে! চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বি মানেই অস্বাস্থ্যকর? চিকিৎসা বিজ্ঞান কী বলে

নিয়মিত আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না! চিকিৎসা বিজ্ঞান কী বলে

মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নকশা— ভাইরাল ছবিটির পেছনের ঘটনা জানুন

সন্তান প্রসবে নারীর ৫৭ ‘ডেল’ ব্যথা অনুভব হয়, যা ২০টি হাড় ভাঙার ব্যথার সমান— দাবিটির সত্যতা জানুন

আক্রান্ত ব্যক্তির সঙ্গে চোখাচোখি হলেই কি চোখ ওঠে, কী বলে চিকিৎসা বিজ্ঞান