হোম > স্বাস্থ্য

ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা করতে

ফিচার ডেস্ক

এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। শিশুদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ বছর ১৫ বছরের নিচে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। তাই এমন অবস্থায় শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে অভিভাবকদের। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চললে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

  • ডেঙ্গুর কবল থেকে শিশুদের রক্ষা করতে তাদের থাকার জায়গা সব সময় মশামুক্ত রাখতে হবে। এ জন্য ঘরের জানালায় নেট ব্যবহার করুন। এ ছাড়া শিশুদের খেলার জায়গায় যেন মশা প্রবেশ না করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। 
  • শিশুকে ফুলহাতা জামা আর প্যান্ট পরিয়ে রাখুন। স্কুলে পাঠানোর সময় পায়ে লম্বা মোজা পরিয়ে পাঠান। 
  • বাড়ি হোক কিংবা বাড়ির বাইরে, সব সময় শিশুদের গায়ে মশা তাড়ানোর ক্রিম বা লোশন মাখিয়ে রাখুন। তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শে মাখাতে হবে। 
  • সূর্যোদয় ও সূর্যাস্তের আগে শিশুকে নিয়ে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। কারণ, সূর্যোদয়ের ২ ঘণ্টা পরে ও সূর্যাস্তের ২ ঘণ্টা আগে এডিস মশার প্রকোপ বেশি থাকে। 
    তবে শুধু মশা থেকে রক্ষা নয়, শিশু থাকলে অবশ্যই বাসা রাখতে হবে পরিচ্ছন্ন।

বাসা পরিচ্ছন্ন রাখবেন যেভাবে

  • বাসা ও বাসার আশপাশে পানি জমে থাকে এমন কিছু দেখলে তা সরিয়ে ফেলুন। গাছের টবে যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখুন। 
  • আশপাশে ড্রেন বা নর্দমা থাকলে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করুন। 
  • পানি সংগ্রহের বড় কোনো পাত্র যদি থাকে, সেগুলো ঠিকমতো ঢেকে রাখার ব্যবস্থা করুন, যাতে মশা সেখানে ডিম না পাড়ে। বিশেষ করে বাড়ির ছাদে পানির ট্যাংক যেন খোলা না থাকে। 
  • শুধু নিজে সচেতন হলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া কঠিন। তাই প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। যেন আশপাশের সবকিছু পরিষ্কার রাখা যায়।

সূত্র: ইউনিসেফ

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’