বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস চিকিৎসা কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন মোড়ে হোটেল মেট্রোপলিটন সংলগ্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সির আমন্ত্রণে সাড়া দিয়ে এই প্রথম অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম, আগরতলা ও বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সি, ঢাকা সাউথ ও লিও ক্লাব অব ঢাকা রিজেন্সির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফ এইচ খান হীরা এম জে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ লুৎফর রহমান এম জে এফ,১ম ভাইস গভর্নর লায়ন এ কে এম সরওয়ার জাহান জামিল এম জে এফ,২য় ভাইস গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান এম জে এফ, লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নুরের রহমান, ঢাকা রিজেন্সি ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম শামীম, ক্লাব সম্পাদক রাশেদুল ইসলাম, ক্লাব কোষাধ্যক্ষ মুক্তারুদ্দিন মতি, লায়ন, লিও ক্লাবের সদস্যরা ও ঢাকা সাউথের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, সদ্য সাবেক প্রেসিডেন্ট ইমরানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেকে।