হোম > স্বাস্থ্য

আড়াই বছরে ২১৭ বার করোনা টিকা নিলেও শরীরে কিছু হয়নি

অনলাইন ডেস্ক

চিকিৎসকদের পরামর্শ না নিয়ে আড়াই বছর সময়ের মধ্যে ২১৭ বার করোনা ভাইরাসের টিকা নিয়েছেন এক জার্মান। তবে এরপরও ৬২ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি। ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ব্যক্তিগত গোপনীয়তার কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি মোট ২৯ মাস বা প্রায় আড়াই বছরের মধ্যে এই ২১৭ বার টিকা নেন। জার্মানির এরল্যাঙ্গেন–নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, ওই ব্যক্তির শরীরে টিকা নেওয়ার পরও কখনোই কোনো রোগ বা রোগের লক্ষণ ছিল না। 

এরল্যাঙ্গেন–নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কিলিয়ান স্কোবার জানান, তাঁরা সংবাদপত্রের প্রতিবেদন দেখে বিষয়টি জানতে পারেন। পরে ওই ব্যক্তিকে ডেকে তাঁর ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হয়। এমনকি কয়েক বছর আগে থেকে হিমাগারে জমা রাখা তাঁর রক্তের নমুনাও পরীক্ষা করে দেখা হয়। ওই ব্যক্তি এসব পরীক্ষায় নিজেও বেশ উৎসাহ বোধ করেন। 

ড. স্কোবার বলেন, ‘ওই ব্যক্তি করোনার টিকা না নিয়ে রক্তের নমুনা দিতে চাচ্ছিলেন না। তাই নমুনা সংগ্রহের জন্য আমরা তাঁকে আবারও টিকা দেই। তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর টিকা কীভাবে কাজ করছে তা পরীক্ষা করতে এই নমুনা ব্যবহার করা হবে।’ 

জার্মানির ম্যাগডেবার্গ শহরের কৌঁসুলি ওই ব্যক্তির বিরুদ্ধে এতগুলো টিকা নেওয়ার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ এনে তদন্ত শুরু করেন। পরে তদন্ত সাপেক্ষে ১৩০ দফা টিকা দেওয়ার প্রমাণ খুঁজে পাওয়া যায়। কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। 

সাধারণত করোনা ভাইরাসের টিকা শরীরে কোনো সংক্রমণ সৃষ্টি করে না বরং শরীরকে শেখায় কীভাবে রোগের সঙ্গে লড়াই করতে হয়। মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড (এমআরএনএ) ভ্যাকসিন যে ভাইরাস থেকে তৈরি করা হয়, সেই ভাইরাসের জেনেটিক কোডে থাকা রোগ প্রতিরোধী বৈশিষ্ট্য মানুষের কোষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে উৎসাহিত করে। 

যাই হোক, এই অবস্থায় ড. স্কোবার আশঙ্কা করছিলেন যে, বারবার টিকা দেওয়ার ফলে ওই ব্যক্তির কোষগুলো অপ্রয়োজনীয়ভাবে উদ্দীপিত হয়ে ক্লান্ত হয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই ব্যক্তির শরীরে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি কখনো করোনায়ও আক্রান্ত হননি।

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন