হোম > স্বাস্থ্য

উচ্চ রক্তচাপে কখন ব্যায়াম করা যাবে না

ডা. এম ইয়াছিন আলী

উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু পরিস্থিতিতে এটি বিপজ্জনক হতে পারে। সেসব পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করতে হবে।

রক্তচাপ অত্যন্ত বেশি হলে
যদি রোগীর রক্তচাপ খুব বেশি হয়, তাহলে ব্যায়াম করা যাবে না। এ অবস্থায় প্রথমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে।

অনিয়মিত ওষুধ গ্রহণ
যদি রোগী উচ্চ রক্তচাপের জন্য নির্ধারিত ওষুধ নিয়মিতভাবে না খেয়ে থাকে বা নতুন কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্যা অনুভব করে, তাহলে ব্যায়াম থেকে বিরত থাকতে হবে।

ব্যায়ামজনিত তীব্র শারীরিক অসুস্থতা
যদি ব্যায়াম করার সময় বুকের ব্যথা, শ্বাসকষ্ট, অত্যধিক মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তবে অবিলম্বে ব্যায়াম বন্ধ করা উচিত। এ সময় দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

অবস্থাগত পরিবর্তন
রোগীর নতুন কোনো রোগ শনাক্ত হওয়া, হার্টের সমস্যা বৃদ্ধি পাওয়া বা বড় অপারেশন হওয়ার মতো শারীরিক অবস্থার পরিবর্তন হলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গর্ভাবস্থা ও অন্যান্য জটিলতা
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ ছাড়া অন্যান্য জটিলতা, যেমন হৃদ্‌রোগ, কিডনির সমস্যা ইত্যাদি থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সাধারণত উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীরা নিয়মিত হালকা থেকে মধ্যম মানের ব্যায়াম, যেমন হাঁটা, সাইকেল চালানো, হালকা জগিং ইত্যাদি করতে পারেন। তবে এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও নির্দেশনা মেনে চলা উচিত।

পরামর্শ দিয়েছেন: ডা. এম ইয়াছিন আলী,চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা 

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন