হোম > স্বাস্থ্য

চিকিৎসকদের গবেষণায় বেশি সময় দেওয়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের চিকিৎসকদের গবেষণাকর্মে বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মানিকগঞ্জে কোভিড-১৯ বিষয়ক ১০০ টির অধিক গবেষণাপত্র সংবলিত ইংরেজিতে প্রকাশিত ‘১০০ প্লাস কোভিড-১৯ রিসার্চেস’ শীর্ষক সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নিপসম এ সংকলনটি প্রকাশ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ডাক্তারগণ বৈজ্ঞানিক গবেষণাকর্মও সম্পন্ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও সফল হতে হবে। চিকিৎসকদের গবেষণাকর্মে আরও বেশি সময় দিতে হবে। 

দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকগণের গবেষণাকর্মের ওপর তৈরি প্রতিবেদনগুলো ল্যানসেট, প্লজ ওয়ানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালেও প্রকাশিত হয়েছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং অন্যান্য গবেষকেরা।

ব্যথার ওষুধের বিকল্প ভাবা হয় লবঙ্গকে

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

শীতকালে পানিশূন্যতায় স্বাস্থ্যঝুঁকি এবং প্রতিকার

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

নিয়মিত চা পানকারীরা কেন দীর্ঘায়ু হন, জানালেন বিজ্ঞানীরা

এইচএমপিভিতে মহামারির আশঙ্কা কম, অভিমত বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকদের

দেশে এইচএমপিভিতে আক্রান্ত একমাত্র রোগীর মৃত্যু

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

সেকশন