হোম > স্বাস্থ্য

কোমরব্যথার কার্যকরী চিকিৎসা পদ্ধতি

ডা. মোহাম্মদ আলী

বিশ্বের ৮০ শতাংশের বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরব্যথায় ভুগে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, এটি পৃথিবীর শীর্ষ বিকলাঙ্গতা সৃষ্টিকারী রোগ।

কোমরব্যথা সাধারণত তিন ধরনের—স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি। তিন মাসের বেশি সময় কোমরব্যথা হলে তা দীর্ঘমেয়াদি বা ক্রনিক কোমরব্যথা। এর কারণ নির্ণয় দুরূহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত অনুযায়ী ৯০ শতাংশ ক্রনিক কোমরব্যথার সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। এগুলো হলো নন-স্পেসিফিক লো ব্যাক পেইন।

কোমরব্যথার চিকিৎসার মধ্যে ব্যথার ওষুধ, ইলেকট্রোথেরাপি, স্টেরয়েড ইনজেকশন বেশি প্রচলিত। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটে ২০১৮ সালে প্রকাশিত গবেষণার তথ্যমতে, উল্লিখিত প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো দীর্ঘমেয়াদি ব্যথার ক্ষেত্রে মূল্যহীন চিকিৎসা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গবেষণাপত্রে বায়োসাইকোসোশ্যাল চিকিৎসার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

স্টপস কী 
স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেমস অব দ্য স্পাইন সংক্ষেপে এসটিওপিএস অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের আবিষ্কৃত চিকিৎসাপদ্ধতি। এই চিকিৎসার মূলমন্ত্র হলো পুঙ্খানুপুঙ্খ রোগ নির্ণয়। যেহেতু দীর্ঘমেয়াদি কোমরব্যথার সুনির্দিষ্ট কারণ থাকে না, তাই স্টপস কোমরব্যথার একাধিক কারণ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করে। এই কারণগুলোর মধ্যে আছে শারীরিক, যেমন পিএলআইডি, মানসিক, যেমন বিষণ্নতা, আর্থসামাজিক, যেমন পারিবারিক অশান্তি ইত্যাদি। এরপর কোমরব্যথা থেকে পরিত্রাণ পেতে রোগী কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, তার একটি তালিকা করা হয়। এ ছাড়া রোগীর পেশা এবং বর্তমান কর্মপরিধি নিরূপণ করে রোগী সুস্থ হওয়ার পর যেসব স্বাভাবিক কাজ করবে, সে অনুযায়ী তার ফিটনেস উন্নতির দিকে গুরুত্বারোপ করা হয়। এই চিকিৎসার ধারা একেক রোগীর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে এবং তা নির্ভর করে রোগী ঠিক কোন কারণে কোমরব্যথা অনুভব করছে, তার ওপর।   

স্টপস কতটা কার্যকর
আগে পরিচালিত বিশদ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রকাশিত ফলাফল অনুযায়ী স্টপস যেকোনো সাধারণ চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর ও অর্থসাশ্রয়ী। আমাদের দেশে সাধারণত কোমরব্যথার চিকিৎসা ব্যয়বহুল। অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি হয়ে কোমরব্যথার চিকিৎসা নেয়, যাতে চিকিৎসার খরচ কয়েক গুণ বেড়ে যায়। স্টপস কোমর ও মেরুদণ্ডের অন্যান্য ব্যথা, যেমন ঘাড়ব্যথার চিকিৎসার খরচ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে। সপ্তাহে এক বা দুই দিন এই চিকিৎসা নিতে হয় বলে ঘন ঘন হাসপাতালে যাতায়াত করতে হয় না। তাই সারা বিশ্বে স্টপস অর্থসাশ্রয়ী অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসেবে পরিচিতি পেয়েছে।

ই-মেইল: hprc2005@live.com

পরামর্শ দিয়েছন: ডা. মোহাম্মদ আলী, কোমরব্যথা-বিষয়ক গবেষক লা ট্রোব ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া এবং বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা, ঢাকা

গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

বাংলাদেশ-ভারতসহ এশিয়ার ৪ দেশের খাবারে বিষাক্ত রাসায়নিক: গবেষণা

ডিএনএ মেরামতকারী প্রোটিনের গঠন আবিষ্কার, ক্যানসার চিকিৎসায় খুলতে পারে নতুন দিগন্ত

পুরুষেরা স্বাস্থ্য নিয়ে উদাসীন, অসংক্রামক রোগ সামলাতে কৌশল খুঁজছে যুক্তরাজ্য

আপনার শিশু কি লম্বা হচ্ছে না

গরমের ৫ রোগের সমাধান

স্বাস্থ্যের নীরব ঘাতক শব্দদূষণ

এ সময়ের পুষ্টি ভাবনা

গরমে শিশুকে সুস্থ রাখতে

মিটফোর্ডের ক্যানসার বিভাগ যেন নামসর্বস্ব