ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাভা হেলথ গত সোমবার ‘পিংক টুগেদার’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি প্রাভা হেলথের বনানী ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রাভা হেলথের বিশেষজ্ঞ চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ব্রেস্ট ক্যানসার বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নারীদের মধ্যে অন্যতম সাধারণ ক্যানসার হওয়ায় প্রাভা হেলথ এর প্রতিরোধ ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেয়।
‘পিংক টুগেদার’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। যিনি ১৯৮৫ সালে এই খেতাব অর্জন করেন। ড. চৌধুরী সাইমা ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারপারসন এবং রুম্পা সৈয়দা ফারজানা জামান, একজন লেখক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং সাংবাদিক। তাঁরা সবাই স্তন ক্যানসারের সঙ্গে সম্পর্কিত মূল্যবান ধারণা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যানসার এবং এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানে প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, চেয়ার ও সিইও মিস সিলভানা কিউ সিনহা উদ্বোধনী বক্তব্য দেন। এরপর প্রাভা হেলথের গাইনোকোলজিস্ট সাজিয়া ফাতেমা জাফর স্তন ক্যানসার নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে ছিল ডা. পারমিতা করিমের আলোচনা, যিনি পরিবারিক সচেতনার মাধ্যমে স্তন ক্যানসারের সংখ্যা কমানোর গুরুত্ব তুলে ধরেন।
রানী হামিদ ‘চেকমেট ক্যানসার’ শিরোনামে একটি সেশন পরিচালনা করেন। ড. চৌধুরী সাইমা ফেরদৌস আলোচনা করেন, কীভাবে সঠিক শিক্ষা স্তন ক্যানসারের প্রতি সমাজে বিদ্যমান তিরস্কার কমাতে সাহায্য করতে পারে।
রুম্পা সৈয়দা ফারজানা জামান মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলেন, কীভাবে তারা মিথগুলো ভেঙে সচেতনতা বাড়াতে পারে। এ ছাড়া প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন চিকিৎসক তাছলিমা আক্তার একজন স্তন ক্যানসার যোদ্ধার অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেন, যা সবার জন্য প্রেরণাদায়ক ছিল।
মিস সিলভানা কিউ সিনহা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার গুরুত্ব এবং এর প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে ভালো ফল অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘আসুন, এই সময়টা কাজে লাগিয়ে আমাদের মায়েদের, বোনদের, কন্যাদের, বন্ধুদের মনে করিয়ে দিই—স্ক্রিনিং করানো কোনো কিছু ফেলে রাখার বিষয় নয়। এটা নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার এবং যত্নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানটি একটি ছবি তোলার সেশন, খাবার ও পানীয়ের ব্যবস্থা এবং অংশগ্রহণকারীদের মধ্যে আরও সংযোগ স্থাপনের সুযোগের মাধ্যমে সমাপ্ত হয়।
প্রাভা হেলথ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘পিংক টুগেদার’-এর মতো উদ্যোগগুলো তাদের স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমের প্রতিফলন। এই অনুষ্ঠান শুধু সচেতনতা বাড়ানো নয়, একে অপরকে সমর্থন করার এবং স্তন ক্যানসারের বিরুদ্ধে একত্রে লড়াই করার সুযোগ হিসেবে কাজ করেছে।
প্রাভা হেলথের সেবাসমূহ সম্পর্কে আরও জানতে, ভিজিট করুন।