মহান বিজয় দিবস উপলক্ষে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় মানুষের সেবার জন্য আলোক হেলথকেয়ার আয়োজন করতে যাচ্ছে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। আগামী সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
বিনা মূল্যে চিকিৎসাসেবার ক্যাম্প পরিচালনা করবেন মেডিসিন, সার্জারি গাইনি, শিশু, ডায়াবেটিস, অর্থোপেডিক, হৃদ্রোগ, বক্ষব্যাধি ও গাইনি অনকোলোজি বিশেষজ্ঞরা।
ক্যাম্প থেকে সেবা প্রত্যাশীরা বিনা মূল্যে বিশেষজ্ঞের পরামর্শ পাবেন। এ ছাড়া ডায়াবেটিস আরবিএস-এফবিএস টেস্ট এবং ওষুধ বিনা মূল্যে পাবেন সেবা প্রত্যাশীরা। বিনা মূল্যে রেজিস্ট্রেশন করা যাবে ১০৬৭২ নম্বরে কল করে।