Ajker Patrika
হোম > স্বাস্থ্য

চুলের জন্য পিআরপি থেরাপি

ডা. এস এম বখতিয়ার কামাল

চুলের জন্য পিআরপি থেরাপি

যুগ যুগ ধরে মানুষের সৌন্দর্যের প্রতীক হিসেবে চুলের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। নারী-পুরুষ উভয়েই সৌন্দর্য রক্ষায় চুলের যত্নে প্রচুর সময় ও অর্থ ব্যয় করে থাকেন। কিন্তু এখন মানুষ বিভিন্ন কারণে অতিরিক্ত মাত্রায় যন্ত্রনির্ভর হয়ে প্রাকৃতিক পরিবেশ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফলে নারী-পুরুষ সবারই ত্বক ও চুলের ওপর বিরূপ প্রভাব পড়ছে। উদ্বেগের বিষয় হচ্ছে, বংশগত কারণ ছাড়াও অনেকে এখন অকালেই চুল হারিয়ে ফেলছেন। তাই চুল ঠিক রাখতে নিয়মিত সঠিক যত্ন দরকার।

বর্তমানে চুলের যত্নে অনেক চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। তবে গত এক যুগ ধরে বাংলাদেশে চুল পড়া বন্ধ করা, চুলের বৃদ্ধি ঘটানো বা চুল পড়ে যাওয়া বা টাক মাথায় চুল গজানোর জন্য এবং চুল ঘন করতে পিআরপি বা প্লেটিলেট সমৃদ্ধ প্লাজমা থেরাপি বেশ কার্যকর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পদ্ধতিতে তিনটি মৌলিক ধাপ রয়েছে।

প্রথম ধাপে শরীর থেকে সামান্য কিছু রক্ত নেওয়া হয়। দ্বিতীয় ধাপে মেশিনের সাহায্যে রক্তের প্লেটিলেট রিচ প্লাজমা আলাদা করা হয়। তৃতীয় বা শেষ ধাপে প্লাজমা মাথার চামড়ায় সূক্ষ্ম সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়।

সহজ কথায় পিআরপি

  • অনেক গবেষণায় দেখা গিয়েছে যে পিআরপি চুল পড়া, চুল পাতলা হওয়া এবং বয়সজনিত টাক পড়া আটকানোর জন্য সফল নন-সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি।
  • প্রথম সেশন থেকেই ভুক্তভোগী চুল পড়া কমেছে বলে বুঝতে পারেন অধিকাংশ ক্ষেত্রে এবং সাধারণত তৃতীয় সেশনের পর নতুন চুল গজানোর লক্ষণ দেখতে পারেন।
  • চুল পড়ার মাত্রা এবং চুল পাতলা হয়ে যাওয়ার পরিমাণের ওপর নির্ভর করে রোগীর কতগুলি সেশন পিআরপি প্রয়োজন। পিআরপি থেরাপি দেওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

পিআরপি থেরাপির পরের পরিবর্তন

  • চুল পড়া বন্ধ করে।
  • নতুন চুল গজাতে সাহায্য করে।
  • চুল ঘন হতে সাহায্য করে।
  • বড় ধরনের ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
  • অস্ত্রোপচার পদ্ধতি সহজ। 
  • তবে মনে রাখতে হবে, পিআরপি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটি চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে শেষ না করলে ফলাফল পাওয়া কঠিন।

পিআরপি থেরাপি কারা দিতে পারবেন

  • চিকিৎসকের পরামর্শে নারী ও পুরুষ উভয়েই পি আরপি থেরাপি নিতে পারবেন। 
  • যাদের চুলের ঘনত্ব কমে গেছে।
  • যাদের মাথার ত্বক দেখা যায়। 

যাদের দীর্ঘমেয়াদি কোনো চর্মরোগ নেই।পিআরপি থেরাপি একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ পদ্ধতি। ফলাফলের হার ভালো বলে এটি এখন জনপ্রিয় পদ্ধতিও বটে। পিআরপি থেরাপি নেওয়ার পর হয়তো ত্বকে ব্যথা বা লাল গুটির মতো অল্প পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে গুরুতর কিছু নয়।

লেখক: হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, চিফ কনসালট্যান্ট, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিনরোড, ফার্মগেট, ঢাকা

৪১ জেলায় সিভিল সার্জন নিয়োগ

২০৫০ সাল নাগাদ স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক

অপুষ্টিতে ভোগা কিশোরীদের সিংহভাগই দক্ষিণ এশিয়ার: গবেষণা

১০–২৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার হার বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

দেশে জিকা ভাইরাসের প্রথম ‘ক্লাস্টার’ শনাক্ত

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

২৯ সিভিল সার্জনকে ওএসডি করে প্রজ্ঞাপন

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ‘ক্লাস্টার’ শনাক্ত, আক্রান্ত ৫

স্বাস্থ্যকর হলেও নিয়ম মেনে খেতে হবে এসব খাবার

রোজায় সঠিক পুষ্টি