ডা. সানিয়া সুলতানা
স্তন ক্যানসার আমাদের শরীরে নিজেদের অজান্তে বেড়ে চলে। এর প্রধান কারণ, এই রোগ সম্পর্কে আমাদের অসচেতনতা। অথচ প্রাথমিক পর্যায়ে একে শনাক্ত করা গেলে অনেক রোগী বাঁচানো সম্ভব।
কীভাবে স্তন ক্যানসার হয়
স্তন গঠিত হয় চর্বিযুক্ত, তন্তুযুক্ত, গ্রন্থিযুক্ত কোষ দিয়ে। স্তনের মধ্যে থাকা কোষগুলো হঠাৎ নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে শুরু করলে এ রোগ হয়। স্তনে থাকা বিভিন্ন কোষের মধ্যে যেকোনো কোষেই এ রোগ হতে পারে। তবে প্রধানত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত কোষেই এই প্রকার ক্যানসার বেশি দেখা যায়।
উচ্চ ঝুঁকিতে কারা
স্তন ক্যানসারের লক্ষণ কী
স্তন ক্যানসার নির্ণয় যেভাবে
এ ছাড়া পরীক্ষা করা যায় ম্যামোগ্রাম বা স্তনের এক্স-রে, স্তনের আলট্রাসাউন্ড, টিস্যু বায়োপসি।
প্রতিরোধ
পরামর্শ দিয়েছনে: ডা. সানিয়া সুলতানা, গাইনি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা চেম্বার: আলোক হেলথকেয়ার,মিরপুর-পল্লবী শাখা